সিরাজগঞ্জে কালের কণ্ঠ শুভসংঘের বার্ষিক বনভোজন 'চড়ুইভাতি' অনুষ্ঠিত হয়েছে। এ মিলন মেলায় অংশগ্রহণ করেন শুভসংঘ বেলকুচি উপজেলা শাখা ও সিরাজগঞ্জ জেলা শাখার শুভার্থীরা।
আজ শুক্রবার বঙ্গবন্ধু সেতু সংলগ্ন পিকনিক স্পটে শুভসংঘের বন্ধুদের দিনভর ছিল নানা আয়োজন। আড্ডা, গল্প, গান সেইসাথে নয়নাভিরাম যৌবনা যমুনার সৌন্দর্য মুগ্ধ করেছে অতিথিদের। অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে নৌকা ভ্রমণ।
সংক্ষিপ্ত মতবিনিময়ে বক্তব্য রাখেন কালের কণ্ঠ শুভসংঘ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সিরাজগঞ্জ শুভসংঘের উপদেষ্টা প্রদীপ সাহা, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, সিরাজগঞ্জ শুভসংঘের সাধারণ সম্পাদক হোসেন আলী ছোট্র, কালের কণ্ঠ শুভসংঘ বেলকুচি উপজেলা শাখার উপদেষ্টা সুমাইয়া ইসলাম নিপা, সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ শুভ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন আনন্দ টিভির জেলা প্রতিনিধি সাধন কুমার দাস, বেলকুচি শুভসংঘের সহ-সভাপতি মানিক সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক সেলিম রেজাসহ অন্যান্যরা।
কালের কণ্ঠ শুভসংঘের মিলন মেলার পুরো আয়োজন পরিচালনা করেন কালের কণ্ঠ শুভসংঘ বেলকুচি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাসিম আহমেদ, প্রচার সম্পাদক আজমীর সাদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ নাসিম, আপ্যায়ন সম্পাদক তৌফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য খাদিজা খাতুন, সিয়াম হোসেন।
মন্তব্য