ভাষার মাসে জাতীয়ভাবে বাংলাভাষার মান সমুন্নত রাখার লক্ষ্যে শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন ও শহীদ মিনার প্রাঙ্গনে কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেছে ঠাকুরগাঁও শুভসংঘ। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে ঠাকুরগাঁও শুভসংঘ ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি সফিকুল ইসলাম, সহ সভাপতি তাপস দেব নাথ, সাধারণ সম্পাদক রাশেদুল আলম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মুসা রাখাল, সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন, জেলা কালচারাল অফিসার ও শুভসংঘের সদস্য সৈয়দ জাকির হোসেন, রিফাত রেজওয়ান সামিন, শুভসংঘ ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মালিহা মনজুর, জিনিয়া ফাত্তাহ, আফিফা হাবিব প্রত্যাশা, জেমিসা আলম, তাম্মী শাহরীন দিশা, সুমাইয়া আক্তার, মির ছাবিত, এসএম ইসফার, ওয়াজিহ তাওসিফ চৌধুরী, কারিজ রহমান, নাজ্জাতুল ইসলাম, তাসনিমুল হাসান, ফুয়াদ হাসান, তানভির আনজুম হিমেল, মজিউজ জামান মৃদুল, চন্দন রায়, পরিতম বর্মন ও কালের কন্ঠ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস উপস্থিত ছিলেন।
এ সময় শুভসংঘ ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি সফিকুল ইসলাম বলেন, এ সময় শুভসংঘ ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি সফিকুল ইসলাম বলেন, সৃজনশীল কাজে ঠাকুরগাঁও শুভসংঘের সকল যোদ্ধারা সবসময়ই খুবই আন্তরিক ছিলেন। শুভসংঘের কার্যক্রমকে এগিয়ে নিতে অতিতের মতো এবারো সকলেই নিজ অবস্থানে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শুভ কাজের মধ্য দিয়ে ঠাকুরগাঁও শুভসংঘের যোদ্ধারা সৃজনশীল ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবে এটাই প্রত্যাশা করেন তিনি।
মন্তব্য