ভাষার মাস উপলক্ষে সারা দেশের শহীদ মিনারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়েও এই কর্মসূচি পালন করেছে শুভসংঘের সদস্যরা। বৃহস্পতিবার সকালে তারা পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে। এ সময় শহীদ মিনারের চারপাশে পরিষ্কার করাসহ রঙ করার কাজে সংশ্লিষ্টদের সহযোগিতা করে তারা।
পরিচ্ছন্নতা কর্মসূচিতে পঞ্চগড় জেলা শুভসংঘের সভাপতি ফিরোজ আলম রাজিব, শুভসংঘের সদস্য হুমায়রা জান্নাত নিশা, কাশমিরা আক্তার, জান্নাতুন মিরানা, ইয়াসমিন আক্তার সুমি, হুমায়রা আক্তার হ্যাপি ও নুর ইসলাম আলিফ অংশ নেয়। এ সময় তারা বারো মাস শহীদ মিনার এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য স্থানীয় লোকজনসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
মন্তব্য