দিনাজপুরের হিলিতে বৃদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন কালের কণ্ঠ শুভসংঘ হিলি শাখার বন্ধুরা। রবিবার সকালে শুভসংঘ হিলি শাখার আয়োজনে বাড়ি বাড়ি ঘুরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, শুভসংঘ হিলি শাখার সভাপতি মো. আশিক বাবু, সহ-সভাপতি খায়রুল বাসার রাতুল, মো. হাসান সরদার, তারেক হাসান, সাধারণ সম্পাদক মো. নাসিম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক এস্তাদুল মনলে, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মানিক, দপ্তর সম্পাদক নাহিদ ইস্তিয়াক নিলয়, ক্রীড়া সম্পাদক মীনহাজুল ইসলাম তামিম, সদস্য তরিকুল, কিবন ও নিরবসহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য