কালের কণ্ঠ শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার আয়োজনে প্রতিবছরের মতো এ বছরও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের চিত্রংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গলাচিপা আব্দুল গণি স্মৃতি পাঠাগারে শনিবার বিকেল ৫টায় ফিরোজ আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শাখার উপদেষ্টা সাইমুন রহমান এলিট, প্রচার ও প্রকশনা সম্পাদক মো. তাইজুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কার্যকরী সদস্য মামুন সিরাজ ও মো. মশিউর রহমান প্রমুখ।
সভায় আগামী ১৭ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৩টায় গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদেও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মন্তব্য