কালের কণ্ঠ শুভসংঘ মৌলভীবাজার জেলা শাখার উদ্দ্যোগে বুধবার এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক তাকবীর হোসেন মান্নার পরিচালনায় অনুষ্ঠানটি মৌলভীবাজার জেলা শহরের রশিদিয়া এতিমখানায় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা খালেদ চৌধুরী, এম মুহিবুর রহমান মুহিব, সহ সভাপতি শেখ কামরুল হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক আক্তার হোসেন টুকু, কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইশায়তুর রহমান রাহুল, এমায়তুর রহমান রাতুল, আদনান হাবীবসহ প্রমূখ।
এ সময় বাবাহারা সাত বছরের ইয়াসিন আরাফাত নতুন কম্বল পেয়ে খুশিতে বলে, যে এই কম্বল দিয়েছে মহান আল্লাহ তার ভালো করুক।
মাদরাসার শিক্ষক আজিম উদ্দিন বলেন, এই কনকনে শীতের মধ্যে ও এতিম বাচ্চাদের রাত ৪টায় উঠেতে হয়। আপনাদের এমন মহতি উদ্দ্যোগের কারণে এতিম ছেলেরা কিছুটা হলেও শীত নিবারণ করতে পারবে। আল্লাহ আপনাদের ভালো করুক।
মন্তব্য