‘শুভ কাজে সবার পাশে’ শ্লোগানে নীলফামারীতে শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। সোমবার বেলা ১২টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়। চলমান শীতে কম্বল পেয়ে স্বস্তি প্রকাশ করে শীতার্তরা।
কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নীলফামারী ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. আজাদ হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘের সভাপতি অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, সহ সভপতি শাহনাজ বেগম, কালের কণ্ঠের নীলফামারী প্রতিনিধি ভুবন রায় নিখিল, শুভসংঘের সহসভাপতি আসাদুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক সালমা আক্তার, যুগ্ম সম্পাদক সুলতানা আক্তার শিল্পী, গিরেনন্দ্র নাথ রায়, সমাজকল্যাণ সম্পাদক দিপু রায়, কার্যনির্বাহী সদস্য ওমর ফারুক, সদস্য মনি রায়, বিধান রায়।
চলমান এই শীতে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য শুভসংঘের সদস্যদেরকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের প্রধান অতিথি।
মন্তব্য