নীলফামারী শহরে শীত নিবারণে কম্বল পেলেন পত্রিকার হকাররা। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের উপহার দেওয়া এসব কম্বল সোমবার (১৯জানুয়ারি) সকাল ১১টার দিকে শহরের মাধারমোড়ে বিতরণ করেন কালের কণ্ঠ শুভসংঘের সদস্যরা।
এসময় সেখানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের নীলফামারী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, কালের কণ্ঠের নীলফামারী প্রতিনিধি ভুবন রায় নিখিল, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, সংবাদপত্র এজেন্ট ডালিম কুমার চট্টপধ্যায়, শুভসংঘের যুগ্ম সম্পাদক গিরেন্দ্র নাথ রায়, সমাজকল্যাণ সম্পাদক দিপু রায়, সদস্য সাদ্দাম হোসেন, মনি রায়, সজিব রায় প্রমুখ।
মন্তব্য