কুড়িগ্রামের উলিপুরে শুভসংঘের উদ্যোগে অসহায় ১৫ শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ ও কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে এসএসসি-৯৯ ব্যাচের সহযোগিতায় উপজেলার মোহাম্মদের মোড় এলাকার কালামুল্লা তালীমুল কোরআন নূরাণী ও হিফ্জ মডেল মাদরাসার আবাসিক শিক্ষার্থীদরকে এসব দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের উলিপুর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের প্রতিনিধি রোকনুজ্জামান মানু, সহ-সভাপতি ও -৯৯ব্যাচের শিক্ষার্থী মাসুম করিম। এ ছাড়াও ৯৯ ব্যাচের শিক্ষার্থী জোবাইদুল ইসলাম, আজাদ আলমগীর, সন্দীপ কুমার, দুলাল মিয়া, হামিদুর রহমান, আব্দুস সালাম, রাজেশ্বর রায় উপস্থিত ছিলেন।
মন্তব্য