'শুভ কাজে সবার পাশে’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলা শুভসংঘের কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে রৌমারী প্রেসক্লাবে আয়োজিত এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
কালের কণ্ঠের সাংবাদিক কুদ্দুস বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি কুদ্দুস বিশ্বাস, ওসি মোন্তাছের বিল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রশীদ, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল রানা স্বপ্ন, মাসুদ পারভেজ রুবেল, সুমন বাপ্পী প্রমূখ।
আলোচনা সভা শেষে মাসুদ পারভেজ রুবেলকে সভাপতি ও সুমন বাপ্পীকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট শুভসংঘের উপজেলা কমিটি গঠন করা হয়।
মন্তব্য