সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেছেন, ‘শুভ কাজে সবার পাশে থাকার স্লোগান নিয়ে জন্ম নেওয়া শুভসংঘ এখন সমাজ পরিবর্তনের হাতিয়ারে পরিণত হয়েছে। সমাজের সব অসংগতির বিরুদ্ধে তারা রুখে দাঁড়াচ্ছে। যেকোনো ধরনের দুর্যোগে দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে ও যৌতুকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির কাজে নজির সৃষ্টি করেছে। সমাজের ভালো কাজে অংশগ্রহণ এবং খারাপ কাজের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই যেন শুভসংঘের জন্ম হয়েছে।’ গত ৩ জানুয়ারি রবিবার চট্টগ্রামের লোহাগাড়ায় শাহ হাফেজিয়া-শরিফিয়া-লতিফিয়া হেফজ ও এতিমখানার ছাত্র ও এলাকার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসেন মাহমুদ, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জান মোহাম্মদ সিকদার। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শিক্ষক দিপু কুমার বড়ুয়া, সভাপতি আবু নাহিয়ান চৌধুরী, সহসভাপতি সাংবাদিক রতসেন বড়ুয়া, সাধারণ সম্পাদক মকসুদ, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রিদওয়ানুল হক সুজন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক রানা বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন, শহিদুল ইসলাম, উপপ্রচার সম্পাদক ফয়সালসহ সংগঠনের সব নেতা।
মন্তব্য