kalerkantho

সোমবার । ১৬ ফাল্গুন ১৪২৭। ১ মার্চ ২০২১। ১৬ রজব ১৪৪২

সিআরপির নবনিযুক্ত নির্বাহী পরিচালককে শুভসংঘের ফুলেল শুভেচ্ছা

অনলাইন ডেস্ক   

৬ জানুয়ারি, ২০২১ ১৬:১০ | পড়া যাবে ১ মিনিটেসিআরপির নবনিযুক্ত নির্বাহী পরিচালককে শুভসংঘের ফুলেল শুভেচ্ছা

আজ বুধবার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) এর নবনিযুক্ত নির্বাহী পরিচালক ড. সোহরাব হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে শুভসংঘ সিআরপি শাখার সদস্যরা। এ সময় তিনি শুভসংঘের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে শুভসংঘের সকল কর্মককাণ্ডের সঙ্গে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন।

পরিশেষে শুভসংঘ সিআরপি শাখার সভাপতি মো. তামজিদ হোসেন নবনিযুক্ত নির্বাহী পরিচালকের হাতে ফুলের তোড়া তুলে দেন। সেখানে আরো উপস্থিত ছিলেন সংঘঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য জাহিদ আকন্দ, সহসভাপতি মো. খায়রুল ইসলাম. সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন, কোষাধক্ষ্য লুৎফর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাইজুল ইসলাম, শিক্ষাবিষয়ক সম্পাদক মো. রিফাত আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মশিউর রহমান, সাধারণ সদস্য মাহবুবা মেহরীন, অপূর্ব রহমান ও রোমানা আক্তার।

মন্তব্যসাতদিনের সেরা