kalerkantho

বৃহস্পতিবার । ১৯ ফাল্গুন ১৪২৭। ৪ মার্চ ২০২১। ১৯ রজব ১৪৪২

দুলাল মিয়ার এতিম সন্তানদের পাশে নোবিপ্রবি শুভসংঘ

নোবিপ্রবি প্রতিনিধি   

৬ জানুয়ারি, ২০২১ ১৪:৩২ | পড়া যাবে ১ মিনিটেদুলাল মিয়ার এতিম সন্তানদের পাশে নোবিপ্রবি শুভসংঘ

ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিচ্ছন্নতাকর্মী মো. দুলাল মিয়ার দুই সন্তানকে এককালীন নগদ অর্থ শিক্ষা সহায়তা দিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ, নোবিপ্রবি শাখা। আজ বুধবার (৬ জানুয়ারি) দুপুরে নোয়াখালী পৌর শহরের মাইজদীতে বিশ্ববিদ্যালয় শুভসংঘের সভাপতি শাহরিয়ার নাসের এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাহেদ এ শিক্ষা সহায়তা দুলাল মিয়ার স্ত্রী কোহিনূর বেগম ও তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সালমা আক্তারের হাতে তুলে দেন। 

শুভসংঘের এই শিক্ষা সহায়তার সম্পূর্ণ অর্থ প্রদান করেন নোবিপ্রবির সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় শুভসংঘের প্রতিষ্ঠাকালীন প্রধান উপদেষ্টা মো. গোলাম মোস্তফা। 

প্রসঙ্গত, ক্যান্সার আক্রান্ত পরিচ্ছন্নতাকর্মী মো. দুলাল মিয়া গত বছরের ২২ ডিসেম্বর নোয়াখালী সদর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মন্তব্যসাতদিনের সেরা