kalerkantho

বৃহস্পতিবার । ২৭ জুন ২০১৯। ১৩ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

এমপির নামে অপপ্রচার

আইসিটি আইনে চুনারুঘাট থানায় অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি   

১৩ জুন, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফেসবুকে অপপ্রচার করায় সংসদ সদস্যের (এমপি) পক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে হবিগঞ্জের চুনারুঘাট থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি গ্রহণের ক্ষেত্রে অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহের বুধবার ফেসবুকে একটি চিঠি ছড়িয়ে পড়ে। এতে উল্লেখ করা হয়, হবিগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভাকেট মাহবুব আলীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা করেছে। একটি টেলিভিশন চ্যানেলের স্টিকারে এই সংবাদ প্রচারও হয়। বৃহস্পতিবার হবিগঞ্জের স্থানীয় সংবাদপত্রে এ নিয়ে খবর প্রকাশ করা হয়। পরে দুদক নিশ্চিত করে, তারা আদৌ এ ব্যাপারে কোনো মামলা করেনি বা কোনো চিঠি ইস্যু করেনি।

একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, গত সোমবার চুনারুঘাট থানায় এমপি মাহবুব আলীর পক্ষে একজন বাদী হয়ে আইসিটি আইনে অভিযোগ দেন। এই আইনে মামলা গ্রহণ করতে ঢাকা থেকে অনুমোদন নিতে হয়। তাই তারা মামলা এফআইআর না করে অনুমোদনের জন্য ঢাকায় চিঠি পাঠায়।

 

মন্তব্যসাতদিনের সেরা