kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

বেতনের সমান বোনাস দাবি

হবিগঞ্জ প্রতিনিধি   

১৩ জুন, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহবিগঞ্জ ইটভাটা শ্রমিক ইউনিয়নের (রেজিস্ট্রেশন নম্বর চট্ট : ২৭৬৮) জেলা কমিটির পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে সব ইটভাটা শ্রমিককে মাসিক বেতনের সমপরিমাণ বোনাস ও বকেয়া বেতন-ভাতা দেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাহুবল উপজেলার মিরপুর বাজারে অনুষ্ঠিত কমিটির সভায় এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের মিরপুর আঞ্চলিক কমিটির সভাপতি হোসাইন মোহাম্মদ শামীম। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের জেলা কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান মাসুম। বক্তব্য দেন ইউনিয়নের জেলা কমিটির সহসভাপতি মীর এ  কে এম জমীলুন্নবী ফয়সল, সহসাধারণ রাসেল মিয়া, কোষাধ্যক্ষ অমরেশ দত্ত, দপ্তর সম্পাদক টিপু সুলতান জাহাঙ্গীর, সদস্য মিজানুর রহমান শাহেদ প্রমুখ।

 

মন্তব্য