kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

চালক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি   

২৩ মে, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকা-সিলেট মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটির চালক নিহত হয়েছেন। তাঁর পরিচয় জানা যায়নি। গতকাল মঙ্গলবার সকালে মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মডেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ জানায়, গতকাল সকালে মডেল বাজার এলাকায় ঢাকা থেকে সিলেটমুখী একটি ট্রাকের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী বৈদ্যুতিক খুঁটিবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ঢাকা থেকে সিলেটমুখী ট্রাকের চালক নিহত হয়। শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মন্তব্য