kalerkantho

মঙ্গলবার। ১৮ জুন ২০১৯। ৪ আষাঢ় ১৪২৬। ১৪ শাওয়াল ১৪৪০

হবিগঞ্জে নীরবেই চলে গেল রবীন্দ্র জন্মজয়ন্তী

হবিগঞ্জ প্রতিনিধি   

৯ মে, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহবিগঞ্জে একসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রবীন্দ্র জন্মজয়ন্তী জমকালো আয়োজনে পালন করা হতো। জেলা প্রশাসন থেকেও বিভিন্ন সময় এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। একই সঙ্গে হবিগঞ্জ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও নানা কর্মসূচি গ্রহণ করত। কিন্তু এবার নীরবেই চলে গেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। গতকাল মঙ্গলবার জন্মজয়ন্তী উপলক্ষে জেলার কোথাও কোনো কর্মসূচি ছিল না।

জেলা শিল্পকলা একাডেমির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা জানান, রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করা হয়নি। তবে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী একসঙ্গে পালন করা হবে শিগগিরই।

হবিগঞ্জের বিশিষ্ট নাট্যকার রুমা মোদক জানান, একসময় হবিগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন বড় পরিসরে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী পালন করত। এখন এ দিবসগুলো অনেকটা নীরবেই চলে যায়। ফলে নতুন প্রজন্ম তাদের সম্পর্কে জানা থেকে বঞ্চিত হয়।

 

মন্তব্যসাতদিনের সেরা