kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

বিএনপির স্মারকলিপি

কৃষকের ধানের ন্যায্য মূল্য দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২২ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকৃষকদের কাছ থেকে ধান কিনে ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং পাটকল শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগর বিএনপি জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেনকে স্মারকলিপি দিয়েছে। মঙ্গলবার দুপুরে  জেলা প্রশাসকের কার্যালয়ে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর স্মারকলিপিটি তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন নগর বিএনপির

সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, শাহেদ বক্স, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, বাণিজ্য সম্পাদক হেলাল চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী প্রমুখ।

স্মারকলিপিতে পাটকল শ্রমিকদের যৌক্তিক দাবিও মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।

মন্তব্য