kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

ফেনীতে তিন দিনের অনলাইন ফেস্ট শুরু

ফেনী প্রতিনিধি   

১৮ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে নারী উদ্যোক্তাদের নিয়ে ‘দ্য বিগ বাজার সুপারশপ প্রেজেন্টস অনলাইন ফেস্ট ২০১৯’ এর উদ্বোধন ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মিজান রোডস্থ ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে আলোচনাসভা ও ফিতা কাটার মধ্য দিয়ে মেলা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক জেনিথ ফার্মার চেয়ারম্যান রোটারিয়ান ড. বেলাল আহমেদ। ফেস্টের সমন্বয়ক শরিফুল ইসলাম অপুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেস ক্লাসের সভাপতি আসাদুজ্জামান দারা, ফেনী থেকে প্রকাশিত দৈনিক ‘ফেনীর সময়’-এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সময় টিভির ব্যুরো চিফ বখতেয়ার ইসলাম মুন্না প্রমুখ।

আয়োজকরা জানান, যেসব নারী উদ্যোক্তা অনলাইনের মাধ্যমে বা এর বাইরেও নিজস্ব উদ্যোগে বিভিন্ন ছোট বড় ব্যবসার সঙ্গে সম্পৃক্ত, তাদের নিয়েই এ আয়োজন।

মন্তব্য