kalerkantho

সোমবার। ১৭ জুন ২০১৯। ৩ আষাঢ় ১৪২৬। ১৩ শাওয়াল ১৪৪০

বায়েজিদে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৭ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনগরের বায়েজিদ থানার রৌফবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহসিন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত

মুহসিন বায়েজিদ রৌফবাদ সাংবাদিক কলোনিতে থাকত। সে কুমিল্লার মুরাদনগরের মো. মতিনের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, ‘বাসার সামনে খেলাধুলা করার সময় পরিবারের সদস্যদের অজান্তে বাসার বাইরে থাকা একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে মুহসিন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে এলাকাবাসী তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

মন্তব্যসাতদিনের সেরা