kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

মেট্রোপলিটন চেম্বারের ভোগ্যপণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৭ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১০ রোজার পর ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য বিক্রি শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার। গতকাল বৃহস্পতিবার আগ্রাবাদে নিজেদের চেম্বার ভবনের সামনে এই কার্যক্রম শুরু হয়। সেখানে কেজি ২৫ টাকায় চাল, ৪০ টাকায় চিনি এবং কেজি ৭০ টাকায় ভোজ্যতেল বিক্রি করা হচ্ছে।

ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান, ভাইস প্রেসিডেন্ট এ এম মাহবুব চৌধুরী, পরিচালক লিয়াকত আলী চৌধুরী, পরিচালক মো. জসিম উদ্দিন চৌধুরী এবং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন। সিটি মেয়র বলেন, ‘নিম্নআয়ের মানুষের সুবিধার্থে প্রতি রমজানে এ ধরনের মহতী কাজের আয়োজন করে মেট্রোপলিটন চেম্বার। প্রতিষ্ঠানের বাইরে সমাজের বিত্তবানদেরও গরিবদের পাশে দাঁড়াতে হবে। তাহলে সমাজ এগিয়ে যাবে।’

প্রতিদিন বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত আগ্রাবাদের জাতিতাত্ত্বিক জাদুঘরের সামনে থেকে একজন ২ কেজি চিনি, ৫ কেজি চাল এবং ১ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

মন্তব্য