kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

মাছের সঙ্গে শত্রুতা!

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৫ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাছের সঙ্গে শত্রুতা!

বাঁশখালীর উত্তর জলদীর ভাদালিয়া গ্রামের মৎস্যচাষির পুকুরে গতকাল মরামাছ ভেসে উঠে। ছবি : কালের কণ্ঠ

পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ দিয়ে তিন লাখ টাকার মাছ মেরে ফেলেছে প্রতিপক্ষ। এ ঘটনায় মঙ্গলবার বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী মো. দিদারুল ইসলাম। বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ভাদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৎস্যজীবী মো. দিদারুল ইসলাম বলেন, ‘আমি ক্ষুদ্র মৎস্যজীবী। স্থানীয় আমিন শরীফ, বেলাল ও গুরাবাশি নামের তিন ব্যক্তির কাছ থেকে ১৬০ শতক সীমানাযুক্ত পুকুর বর্গা নিয়ে মাছ চাষ করে আসছিলাম।’

‘এসব পুকুর স্থানীয় নুর আহমদের ছেলে মো. হোসেনও বর্গা নিতে চেষ্টা চালায়। বর্গা নিতে ব্যর্থ হয়ে মঙ্গলবার ভোরে হোসেন পুকুরে বিষ ঢেলে দেয়। সব মাছ মরে ভেসে উঠেছে। দুপুর হতে না হতে পুকুরের ৩ লাখ টাকার মাছ সব মরে শেষ।’-যোগ করেন দিদার।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. কামাল উদ্দিন বলেন, ‘পুলিশ তদন্ত করছে। যারা পুকুরে বিষ দিয়ে মাছ মেরেছে তাদের অবশ্যই শাস্তি হবে।’

মন্তব্য