kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

নোয়াখালীতে জাতীয় কাবাডি প্রতিযোগিতা

নোয়াখালী প্রতিনিধি   

২৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনোয়াখালী শহীদ ভুলু আউটার স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা ২০১৯ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের কর্ণফুলী জোনের খেলা বৃহস্পতিবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তন্ময় দাস এবং জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ। উদ্বোধনী খেলায় চট্টগ্রাম জেলাকে হারিয়ে বান্দরবান সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে।

 

 

মন্তব্য