kalerkantho

সোমবার। ২৭ মে ২০১৯। ১৩ জ্যৈষ্ঠ ১৪২৬। ২১ রমজান ১৪৪০

১ মে চন্দনাইশে স্বপ্নবিলাস গণিত অলিম্পিয়াড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্বেচ্ছাসেবী শিক্ষাপ্রতিষ্ঠান স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্যোগে আগামী ১ মে অনুষ্ঠিত হবে গণিত অলিম্পিয়াড। দিনব্যাপী গণিত নিয়ে নানা আয়োজনের মধ্যে থাকবে পরীক্ষা, প্রশ্নোত্তর পর্ব, কুইজ প্রতিযোগিতা ছাড়াও গ্রামের  ঐতিহ্যবাহী পিঠা উৎসব, প্রদর্শনী ফুটবল ও সাংস্কৃতিক আয়োজন।

স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্যোক্তা মোহাম্মদ সাইফুদ্দিন জানান, গণিত অলিম্পিয়াডে চন্দনাইশের ৪৩টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণি হতে ১০ম শ্রেণির প্রায় ৫০০ শিক্ষার্থীর অংশ নেবে। ৬ষ্ঠ থেকে ৮ম এবং ৯ম থেকে ১০ম শ্রেণি দুটি ক্যাটাগরিতে পরীক্ষা চন্দনাইশ বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

মন্তব্য