kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

খাগড়াছড়িতে তথ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি   

১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজেলার তথ্য প্রদানকারী কর্মকর্তাদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. শামসুল আরেফিন।

ইউএসএআইডির অর্থায়নে ‘তথ্যপ্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি’ প্রকল্পের আওতায় মন্ত্রিপরিষদ বিভাগ ও দ্য কার্টার সেন্টার যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সংস্কার) সোলতান আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। এতে বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তা, সাংবাদিকরাও অংশ নেন। দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি চিফ অফ পাটি সুমনা সুলতানা মাহমুদ উপস্থিত ছিলেন।

মন্তব্য