kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

আনোয়ারায় জশনে জুলুছ কাল

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি   

১১ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআনোয়ারায় জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) বের করা হবে আগামীকাল সোমবার। শুক্রবার বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে সংগঠন কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। আহলে সুন্নত ওয়াল জামা’আত সমন্বয় কমিটি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা গত কয়েক বছর ধরে আনোয়ারায় ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে জশনে জুলুছের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলুছ প্রস্তুতি কমিটির সচিব মুফতি কাজী শাকের আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন আহবায়ক কাজী বদরুজ্জামান নঈমী, নাছির উদ্দিন ছিদ্দিকী, মাস্টার এয়াকুব আলী, ডিআইএম জাহাঙ্গীর আলম, মৌ. মনির আহমদ আনোয়ারী, হাফেজ, এম এ রহিম, ফিরোজ মিয়া, নাজিম উদ্দিন, মো. ইসমাইল, নুরুল করিম, মাস্টার নুরুল ইসলাম, এম এ সালাম, এম এ মালেক প্রমুখ। 

মন্তব্য