kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

নোয়াখালী প্রতিনিধি   

২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘টেকনিক্যাল কাজ করি, টেকনিক্যাল বেতন স্কেল চাই’ স্লোগানে পদমর্যাদাসহ ৪ দফা দাবিতে সোমবার কর্মবিরতি পালন করেন উপজেলা স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি পালিত হয়।

নোয়াখালীর সদর, বেগমগঞ্জ, সেনবাগ, চাটখিল, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর, কবিরহাট ও হাতিয়া উপজেলায় স্বাস্থ্যকর্মীরা তাঁদের স্ব স্ব উপজেলা অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন। দাবিগুলো হলো বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা, মূল বেতনের ৩০ শতাংশ মাঠ-ভ্রমণ ভাতা, ঝুঁকিভাতা, প্রতি ৬ হাজার জনসংখ্যার বিপরীতে একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ ও ১০ ভাগ পোষ্য কোটা প্রবর্তন। দাবি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সহকারীরা।

মন্তব্য