<p>মিসাইল হল একটি স্বয়ংক্রিয়ভাবে ক্ষেপণাস্ত্র। একটা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ডিজাইন করা হয়। মিসাইলের ভেতর নানা ধরণের প্রযুক্তি এবং বিস্ফোরক উপাদান থাকে, এটিকে অত্যন্ত ধ্বংসাত্মক করে তোলে। মিসাইলের ভেতরের অংশগুলো একত্রে কাজ করে শক্তিশালী আঘাত হানতে সক্ষম হয়। মিসাইল ধ্বংসাত্মক কেন এবং কী কী উপাদান এর ভেতরে থাকে?<br /> মিসাইল মূলত চারটি প্রধান অংশ নিয়ে গঠিত:</p> <p><strong>১. ওয়ারহেড</strong><br /> ওয়ারহেড হলো মিসাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যা মিসাইলের ধ্বংসাত্মক ক্ষমতার মূল কারণ। ওয়ারহেডের মধ্যে বিস্ফোরক বা পারমাণবিক উপাদান থাকতে পারে। এটি নির্দিষ্ট স্থানে পৌঁছে বিস্ফোরণ ঘটায়। ফলে শক্তিশালী ধ্বংসযজ্ঞ ঘটে। ওয়ারহেড কয়েক ধরণের হতে পারে। যেমন–</p> <p><strong>প্রথাগত বিস্ফোরক: </strong>সাধারণ মিসাইলগুলোতে থাকে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, যা লক্ষ্যবস্তুতে আঘাত করে বিস্ফোরণ ঘটায়।</p> <p><strong>পারমাণবিক ওয়ারহেড: </strong>পারমাণবিক মিসাইলগুলোতে পারমাণবিক উপাদান থাকে। যা বড় বিস্ফোরণ ঘটায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এর ফলে অনেক দূর পর্যন্ত ধ্বংস হতে পারে।</p> <p><strong>কেমিক্যাল বা বায়োলজিক্যাল ওয়ারহেড: </strong>কিছু মিসাইলে রাসায়নিক বা জীবাণু অস্ত্র থাকে থাকে। এগুলো বিস্ফোরণের পর পরিবেশে ছড়িয়ে পড়ে এবং জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলে।</p> <p><img alt="dm" height="343" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/10/12/my1182/00.jpg" width="600" /></p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হাইপারসনিক মিসাইল কিভাবে কাজ করে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/04/1728034942-77d771caef366742aca8421dc9358b3e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হাইপারসনিক মিসাইল কিভাবে কাজ করে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/04/1431739" target="_blank"> </a></div> </div> <p><strong>২. গাইডেন্স সিস্টেম </strong><br /> গাইডেন্স সিস্টেম মিসাইলকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সঠিকভাবে পৌঁছাতে সাহায্য করে। এটি মূলত মিসাইলের মস্তিষ্কের মতো কাজ করে এবং মিসাইলের দিকনির্দেশনা নিয়ন্ত্রণ করে। গাইডেন্স সিস্টেম সাধারণত তিন ধরনের হতে পারে:</p> <p><strong>ইনফ্রারেড গাইডেন্স:</strong> মিসাইল লক্ষ্যবস্তু থেকে নির্গত তাপ শনাক্ত করে এবং তাপ অনুসরণ করে আঘাত হানে।</p> <p><strong>জিপিএস গাইডেন্স: </strong>গ্লোবাল পজিশনিং সিস্টেম (GPS) ব্যবহার করে মিসাইল নির্দিষ্ট স্থান সনাক্ত করে।</p> <p><strong>লেজার গাইডেন্স:</strong> মিসাইলকে লক্ষ্যবস্তুতে নির্দেশিত করতে লেজার ব্যবহার করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বই পড়লে কি বুদ্ধি বাড়ে, বিজ্ঞান কী বলে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/10/1728559338-fa2d68a654296f5680e8c4d469b866db.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বই পড়লে কি বুদ্ধি বাড়ে, বিজ্ঞান কী বলে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/10/1433807" target="_blank"> </a></div> </div> <p><strong>৩. প্রপালশন সিস্টেম </strong><br /> প্রপালশন সিস্টেম মিসাইলকে তার লক্ষ্যবস্তুর দিকে নিয়ে যেতে সাহায্য করে। এটি মূলত মিসাইলকে চালিত করে। মিসাইলের প্রপালশন সিস্টেম সাধারণত রকেট ইঞ্জিন বা জেট ইঞ্জিন দিয়ে তৈরি হয়। রকেট ইঞ্জিনের মাধ্যমে মিসাইল দ্রুতগতিতে আকাশের দিকে বা নির্দিষ্ট লক্ষ্যের দিকে ছুটে চলে।</p> <p><strong>৪. এয়ারফ্রেম</strong><br /> এয়ারফ্রেম হলো মিসাইলের বাইরের কাঠামো। এটা মিসাইলের সমস্ত অংশকে একত্রিত করে রাখে এবং এর আকার ও গঠন বজায় রাখে। এয়ারফ্রেম অত্যন্ত শক্তিশালী ও হালকা উপাদান দিয়ে তৈরি হয়, যাতে এটি দ্রুতগতিতে চলতে পারে এবং বাতাসের চাপ সহ্য করতে পারে। এর আকৃতি অ্যারোডাইনামিকভাবে ডিজাইন করা হয়, যা মিসাইলকে বাতাসের ভেতর দিয়ে স্বল্প প্রতিরোধে যেতে সহায়তা করে।</p> <p><strong>মিসাইল এত ধ্বংসাত্মক কেন?</strong><br /> মিসাইল ধ্বংসাত্মক হওয়ার কয়েকটি প্রধান কারণ রয়েছে। যেমন, ওয়ারহেডের শক্তিশালী বিস্ফোরক ক্ষমতা। ওয়ারহেডের মধ্যে থাকা উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, পারমাণবিক বা রাসায়নিক উপাদান মিসাইলের প্রধান ধ্বংসাত্মক অংশ। বিস্ফোরণের ফলে প্রচুর শক্তি উৎপন্ন হয়, যা আশেপাশের এলাকা এবং মানুষের জীবন-জীবিকা ধ্বংস করে দেয়। পারমাণবিক মিসাইলের ক্ষেত্রে একটি বিস্ফোরণ পুরো শহর বা বড় একটি অঞ্চল ধ্বংস করতে সক্ষম।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্মার্টফোন হাত থেকে পড়ে গেলে নষ্ট হয় কেন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/06/1728206691-f2519382f264e24b8372a3bafb1e6d70.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্মার্টফোন হাত থেকে পড়ে গেলে নষ্ট হয় কেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/06/1432374" target="_blank"> </a></div> </div> <p>আরেকটি করাণ হলো দূরপাল্লার আক্রমণ ক্ষমতা। মিসাইলের প্রপালশন সিস্টেম এবং গাইডেন্স সিস্টেম মিসাইলকে অনেক দূর পর্যন্ত নির্ভুলভাবে নিয়ে যেতে পারে। মিসাইল দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ডিজাইন করা, যা শত্রুর আঞ্চলিক প্রতিরক্ষা সিস্টেমকে পরাস্ত করতে সক্ষম। দূরপাল্লার মিসাইল যেমন ব্যালিস্টিক মিসাইল এক মহাদেশ থেকে অন্য মহাদেশ পর্যন্ত আঘাত হানতে পারে।</p> <p>মিসাইলের ধ্বংসক্ষমতার আরেকটি কারণ হলো এর উচ্চ গতি। মিসাইলের প্রপালশন সিস্টেম এটিকে অত্যন্ত দ্রুতগতিতে চলতে সক্ষম করে। এর ফলে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইলকে থামাতে বা গুলি করে নামাতে ব্যর্থ হতে পারে। কিছু মিসাইলের গতি শব্দের চেয়েও বেশি (সুপারসনিক বা হাইপারসনিক), যা মিসাইলের ধ্বংসাত্মক ক্ষমতা বাড়িয়ে দেয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্মার্টফোনে পানি ঢুকলে নষ্ট হয় কেন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/05/1728120628-2f7765234bc8cb21779aa4765402e2ca.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্মার্টফোনে পানি ঢুকলে নষ্ট হয় কেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/05/1432051" target="_blank"> </a></div> </div> <p>সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত করার দক্ষতা মিসাইলের ধ্বংসক্ষমতার অন্যতম কারণ।মিসাইলের গাইডেন্স সিস্টেম এটিকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে সাহায্য করে। জিপিএস বা ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করে মিসাইল লক্ষ্যবস্তুর উপর সরাসরি আঘাত হানে। ফলে ধ্বংসাত্মক প্রভাবকে আরও তীব্র হয়।<br /> শেষ কথা হলো, মিসাইল অত্যন্ত শক্তিশালী এবং ধ্বংসাত্মক একটি অস্ত্র, যার ভেতরে ওয়ারহেড, গাইডেন্স সিস্টেম, প্রপালশন সিস্টেম এবং এয়ারফ্রেমের মতো অত্যাধুনিক প্রযুক্তি থাকে। এর মূল ধ্বংসাত্মক ক্ষমতা আসে এর ওয়ারহেড থেকে, যা বিস্ফোরণের মাধ্যমে বিপুল পরিমাণ ক্ষতি করতে পারে। মিসাইলের উচ্চ গতি, দূরপাল্লার আক্রমণ এবং লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করার ক্ষমতা একে আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত বিধ্বংসী করে তুলেছে।</p> <p>সূত্র: হাউ ইট ওয়ার্কস</p>