<p><strong>আসলেই কি সম্ভব?</strong><br /> টেলিপোর্টেশন বা আইনস্টাইনের ইউনিফাইড ফিল্ড থিওরির ব্যাপারটা সত্যি হওয়ার কোনো কারণ নেই। ইউনিফায়েড ফিল্ড থিওরি অত সহজ কথা নয়। এ ব্যাপারে শুধু জেসাপ আর আলেন্ডকেই বেশি উৎসাহী মনে করা হচ্ছে। ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্টকে যারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, তারাই কেবল জেসাপকে বড় বিজ্ঞানী বলে প্রচার করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফিলাডেলফিয়া রহস্য : পর্ব ৯" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/18/1726648345-52aa34b8e4bb4f5ddd6856b94bc0184a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফিলাডেলফিয়া রহস্য : পর্ব ৯</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/18/1426573" target="_blank"> </a></div> </div> <p>ওনার পিএইচডি ডিগ্রিটাও ছিল না। অথচ তাকে বিখ্যাত বিজ্ঞানী হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন দ্য ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট বইয়ের লেখক উইলিয়াম মুর আর চার্লস বেরলিজ। কিন্তু তার বৈজ্ঞানিক ক্যারিয়ার মোটেও সম্মৃদ্ধ নয়। মনে রাখতে হবে, তাকে শিক্ষকতার পাশাপাশি অন্য পেশা বেছে নিতে হয়েছিল। সুতরাং তাকে যতই বড় বিজ্ঞানী বলি না কেন,  উল্লেখ করার মতো কোনো কাজ নেই তার, সম্ভবত কোনো পেপারও পাওয়া যাবে না।</p> <p>এবার আসা যাক, ইউনিফায়েড ফিল্ড থিওরির কথা। একমাত্র আলেন্ডই দাবি করেছেন আইনস্টাইন এই তত্ত্বের সমাধান করেছেন ১৯২৬ সালে। কিন্তু এর ভয়াবহতার কথা ভেবেই সেটা প্রকাশ করেননি। প্রথমে ধরা যাক, আলেন্ডের কথা। ইউনিফায়েড ফিল্ড থিওরি নিয়ে কথা বলার তিনি কে? আদৌ তার কোনো যোগ্যতা আছে কি না? মাইকেল মুর দাবি করছেন, তিনি তাকে পরে খুঁজে বের করেছিলেন। তার জীবনী  নিয়েও দ্য ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট বইয়ের অর্ধেক চ্যাপ্টার খরচ করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপের মাথায় কি মণি থাকে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/18/1726655343-5bfe7e43d59ee5c30de376606f06e499.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপের মাথায় কি মণি থাকে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/18/1426585" target="_blank"> </a></div> </div> <p>মুরই জানিয়েছেন, সারা জীবন ভবঘুরের মতো করে কাটিয়েছেন আলেন্ড। লেখাপড়াটা ঠিকমতো শেখেননি। বেসরকারি জাহাজে সাধারণ নাবিকের কাজ করেছেন। সে কারণে বহু দেশ, বহু শহর ঘুরতে হয়েছে তাকে। তিনি নিজে দাবি করেছেন, অনেক ভাষা শিখেছেন, কিন্তু কোনো দেশে, কোনো শহরে, কোনো চাকরিতেও থিতু হননি। তা ছাড়া কোনো বিষয়ে যে টনটনে জ্ঞান আছে, জেসাপের কাছে লেখা চিঠিগুলো পড়ে তা মনে হয় না। তার বাক্যগঠন, হাতের লেখা, কোনোটা দেখেই মনে হয় না, খুব বেশি পড়াশোনা করেছেন।</p> <p>সম্ভবত টেলিপোর্টেশন আর ইউনিফাডে ফিল্ড থিওরি নিয়ে তার মনে এক ধরনের রোমান্টিকতা কাজ করেছে। অনেক সময় দেখা যায়, এ দেশের স্কুলের ছেলেমেয়েরা বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার ফেলে। অতি আবেগে পড়ে। তারপর দেখা যায় কাজের কাজ কিছুই হয়নি। তারা যেটা করেন সেটা যে ভুল, এ কথা একজন বৈজ্ঞানিক বললেও সেটা মেনে নিতে তাদের কষ্ট হয়। এক শ্রেণির সাংবাদিক না জেনে সেটাকেই ঠিক মনে করে বড় বড় রিপোর্ট ছেপে দেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পৃথিবী থেমে গেলে কী হবে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/16/1726469563-7e851880f208a50ab7f2cd8ed37ff1b5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পৃথিবী থেমে গেলে কী হবে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/16/1426037" target="_blank"> </a></div> </div> <p>আলেন্ডও হয়তো মনে করেছিলেন তিনি অনেক কিছু বোঝেন, কিন্তু ন্যূনতম তাত্ত্বিক পদার্থবৈজ্ঞানিক জ্ঞান না থাকলে ইউনিফায়েড ফিল্ড থিওরি বোঝা সহজ নয়, সে বিষয়ে আলেন্ড হয়তো সচেতনই ছিলেন না। এমনকি জেসাপও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ছিলেন না, তিনি হয়তো ইউনিফায়েড ফিল্ড থিওরি কী, সেটা মোটেও বুঝতেন না। তার অবস্থা আমাদের দেশের ওই উৎসাহী সাংবাদিকদের মতো। তিনি যদি এই তত্ত্ব সম্পর্ক ন্যূনতম জ্ঞান রাখতেন না, তাহলে একজন ভবঘুরের কথায় কান দিয়ে জীবন বাজি ধরতেন না।<br />  </p> <p>চলবে...<br /> সূত্র : অল অ্যাবাউট হিস্ট্রি</p>