<p>সাপ নিয়ে আমাদের সমাজে বহু প্রচলিত গল্প, কাহিনি ও মিথ রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত এবং রহস্যময় ধারণাটি হলো সাপের মাথায় মণি। এই ধারণাটি শত শত বছর ধরে লোককাহিনিতে শোনা যায়।, বিশেষ করে উপমহাদেশীয় সংস্কৃতিতে। অনেকেই বিশ্বাস করেন, কিছু বিশেষ সাপের মাথার ওপর মূল্যবান মণি থাকে। সেটা আলোকিত হয়ে চারপাশে ঝলমল করে। কিন্তু বিজ্ঞান কী বলে? সাপের মাথায় সত্যিই কি কোনো মণি থাকে, নাকি এটি শুধুই একটি লোককাহিনি? আসুন, বিজ্ঞান ও বাস্তবতার আলোকে এই ধারণাটি বিশ্লেষণ করি।</p> <p>প্রাচীন ভারতীয় লোককাহিনি অনুসারে এই মণি অনেক ক্ষমতাশালী এবং এটি দিয়ে ধন-সম্পদ অর্জন করা যায়—এমন বিশ্বাস ছিল মানব মনে। কিন্তু বিজ্ঞান বলে, সাপের মাথায় কোনো মণি থাকে না। সাপ হলো একটি সরীসৃপ প্রাণী এবং তাদের দেহের ভেতরে এমন কোনো অঙ্গ বা উপাদান নেই, যা থেকে মণি তৈরি হতে পারে। সাপের মাথা গঠিত হাড়, পেশি, চামড়া এবং অন্যান্য শারীরিক উপাদান দিয়ে, যেগুলো তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপ কি মানুষকে তাড়া করে কামড়ায়?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/17/1726559293-af42203ff21973f5d49662b8e7d7fa95.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপ কি মানুষকে তাড়া করে কামড়ায়?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/17/1426218" target="_blank"> </a></div> </div> <p>সাপের মাথার ওপর কোনো ধরনের মণি বা রত্ন থাকার বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটি শুধু একটি মিথ বা ভুল ধারণা। বিজ্ঞানীরা হাজার হাজার সাপ পরীক্ষা করেছেন এবং কোনো সাপের মাথায় মণির অস্তিত্ব পাননি। কিন্তু এই ধারণা কেন তৈরি হলো?</p> <p>এই ধারণা হয়তো তৈরি হয়েছে সাপের চোখের আলোর প্রতিফলন থেকে। অনেক সাপের চোখ থেকে আলো প্রতিফলিত হয়, বিশেষ করে রাতে। সেই আলো দেখে প্রাচীনকালের মানুষ ধারণা ‘মণি’ ধারণা পোক্ত করেছিল। এ ছাড়া কিছু সাপের মাথার চামড়া অনেক চকচকে হয়, ফলে আলো প্রতিফলিত করে। এটি দেখে অনেকে মনে করত, সাপের মাথায় কোনো রত্ন বা মণি আছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হোমিওপ্যাথি কি সত্যিই কাজ করে? বিজ্ঞান কী বলে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/11/1726044286-e723981ea82be35c7d735f0f28e10467.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হোমিওপ্যাথি কি সত্যিই কাজ করে? বিজ্ঞান কী বলে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/11/1424361" target="_blank"> </a></div> </div> <p>অনেকে মনে করেন, কিং কোবরা বা রাজ গোখরা নামের বিশেষ সাপটির মাথায় মণি থাকে। তবে বিজ্ঞান বলছে, এটি সম্পূর্ণ ভুল ধারণা। গোখরা সাপের দেহেও কোনো ধরনের মণি নেই। এটি একটি বিষধর সাপ এবং তাদের বিষ দিয়ে শিকার ধরে। সাপের দেহ গঠিত হয় হাড়, মাংসপেশি, এবং চামড়া দিয়ে। তাদের মাথায় মণি থাকার মতো কোনো প্রাকৃতিক উপাদান নেই। সাপের দেহে নানা ধরনের আকর্ষণীয় বৈশিষ্ট্য থাকলেও মণির অস্তিত্ব নেই।</p> <p>সাপের মাথায় মণি থাকার ধারণাটি সম্পূর্ণ মিথ। বিজ্ঞান প্রমাণ করেছে যে, কোনো সাপের মাথায় মণি থাকে না। এটি পুরনো কল্পকাহিনি এবং ভুল ধারণার ওপর ভিত্তি করে তৈরি। প্রকৃতপক্ষে সাপ প্রকৃতিতে অত্যন্ত রহস্যময় এবং বিষাক্ত প্রাণী হলেও তাদের মাথায় কোনো মণি বা রত্ন নেই। এই ধরনের ভুল ধারণাগুলি শুধু গল্প এবং কাহিনিতে থাকে। <br />  </p> <p>সূত্র : হাউ ইটস ওয়ার্কস</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপের বিষ পেটে গেলে কি মানুষ মারা যায়?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/07/1725698863-f92bf4b6898a7ff3ccb279739579b1ea.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপের বিষ পেটে গেলে কি মানুষ মারা যায়?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/07/1423038" target="_blank"> </a></div> </div>