<p><strong>খ্রিস্টপূর্ব চতুর্থ শতক, এথেন্স, গ্রিস</strong><br /> দার্শনিক মানেই ভাবগাম্ভীর্য বজায় রেখে মুড অফ করে চলতে হবে, মেপে মেপে কথা বলতে হবে, এমনটা কিন্তু নয়। বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো বেশ রসিক ছিলেন। শুধু তা-ই নয়, বিভিন্ন বিষয়ের সংজ্ঞা দিতে গিয়েও তারা মজার সব উক্তি করেছেন, যা ইতিহাসে হাস্য-রসাত্মক উক্তি হয়ে টিকে আছে। প্লেটো একবার দিয়েছেলেন মানুষের সংজ্ঞা-বড্ড বিদঘুটে সংজ্ঞা। তিনি বলেছিলেন, ‘মানুষ হলো পালকহীন দ্বিপদী প্রাণী।’</p> <p>এই সংজ্ঞা শুনে তো অন্যদের আক্কেলগুড়ুম। কিছুতেই একে সিরিয়াস সংজ্ঞার কাতারে ফেলা যায় না। তবে রসিকতার জবাব রসিকতা করে দিলেই লড়াইটা জমে ভালো। সেকালের দার্শনিকরা পরস্পরের বন্ধু যেমন ছিলেন, একে-অন্যে কাদা ছোড়াছুড়িও তারা কম করেননি। তবে আরেক দার্শনিক ডায়োজেনিস প্লেটোর মানুষের সংজ্ঞার জবাবে যা করলেন, সেটা স্রেফ মজা করার জন্যই করেছিলেন, নাকি, রাগবশে করেছিলেন, সেটা জানা যায় না। তিনি একটা মুরগি জবাই করেন। সেটার সব পালক ফেলে দিয়ে পাঠান প্লেটোকে। আর বললেন, তুমি মানুষের সংজ্ঞায় বলেছ সেটা যদি ঠিক হয়, এটাই তাহলে মানুষ!</p>