<p>আমাদের প্রাত্যহিক জীবনে ছোটখাটো কাটা-ছেঁড়ার ঘটনা খুবই সাধারণ। অনেকেই তখন ঘরোয়া উপায়ে দ্রুত রক্তপড়া বন্ধ করার চেষ্টা করেন। এর মধ্যে একটি জনপ্রিয় উপায় হলো কাটা স্থানে চিনি লাগানো। শুনতে অদ্ভুত লাগলেও, চিনি আসলে রক্তপাত বন্ধে সহায়ক।</p> <p><strong>চিনির প্রভাব কীভাবে কাজ করে?</strong><br /> চিনি, বিশেষ করে সুক্রোজ, কাটা স্থানে লাগানো হলে তা দ্রুত রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। এর মূল কারণ হলো চিনির পানি আকর্ষী ধর্ম। কাটা স্থানে চিনি লাগালে, তা ঘায়ের তরল শুষে নেয়, ফলে ঘা শুকিয়ে যেতে শুরু করে। এছাড়াও, চিনি জীবাণুর বৃদ্ধি রোধ করে সংক্রমণ ঠেকাতে সাহায্য করে।</p> <p><strong>প্রাথমিক গবেষণা ও প্রমাণ</strong><br /> চিনির এই ব্যবহার সম্পর্কে গবেষণা করেন ড. মোসেস মুরান্ডু। ছোটবেলায় তিনি জিম্বাবুয়ের এক গ্রামে বেড়ে উঠেছিলেন। সেখানে ওষুধপত্র সহজলভ্য ছিল না। সেই সময় তিনি কাটা ঘায়ে চিনি ব্যবহার করে দেখেন, এটি লবণের চেয়ে বেশি কার্যকর। এরপর তিনি নার্সিং স্কুলে শিক্ষকতা করতে গিয়ে লক্ষ্য করেন, এই পদ্ধতিটি সবার কাছে পরিচিত নয়। তাই তিনি চিনির উপর গবেষণা শুরু করেন।</p> <p>গবেষণায় দেখা গেছে, চিনি কাটা ঘা শুকানোর প্রক্রিয়া দ্রুত করে, এবং তা মানুষের পাশাপাশি পশুপাখির ক্ষেত্রেও কার্যকর। চিনি ঘায়ের মধ্যে থাকা তরল শুষে নেয় এবং একটি আস্তরণ তৈরি করে, যা রক্তপাত বন্ধ করে এবং জীবাণুর আক্রমণ প্রতিহত করে।</p> <p><strong>সহজ ও কার্যকর সমাধান</strong><br /> চিনি ব্যবহারের এই পদ্ধতি সহজ, সস্তা এবং কার্যকর, যা আপনি ঘরেই ব্যবহার করতে পারেন। তবে, যদি আঘাত গুরুতর হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।</p> <p>এই পদ্ধতি আমাদের গ্রামীণ বাংলায় পুরনো হলেও, আধুনিক গবেষণায় এটি বৈজ্ঞানিকভাবে স্বীকৃত হয়েছে। তাই ছোটখাটো কাটা-ছেঁড়া হলে, হাতের কাছে চিনি থাকলে একবার ব্যবহার করেই দেখুন।</p> <p>সূত্র: হেলথ টুডে</p>