<p>সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথ মনোবিজ্ঞানের দুটো জনপ্রিয় বিষয়। আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে এরা চিকিৎসাবিজ্ঞান এবং অপরাধবিজ্ঞান বিষয়ক বইয়ে কী করছে।</p> <p>চলুন সেই দ্বিতীয় অধ্যায়ে DSM-5-এর টেবিলের দিকে দৃষ্টি দেওয়া যাক। Cluster B Personality Disorder-এর মাঝে ASPD (অসামাজিক ব্যক্তিত্ব ব্যাধি) এর কথা মনে পড়ে?</p> <p>ASPD-এর একটি প্রধান প্রকরণই হলো Psychopathy (সাইকোপ্যাথি)। কিন্তু DSM টেবিলে সাইকোটিক ডিজঅর্ডারের সাথে গুলিয়ে ফেলার সম্ভাবনা বিবেচনা করে চিকিৎসাবিজ্ঞানীরা সাইকোপ্যাথ শব্দটিকে DSM-5 টেবিলে রাখেনি। আর সেই সুযোগ লুফে নিয়েছে মনোবিজ্ঞানীরা। সাইকোপ্যাথি আর সোশিওপ্যাথি টার্ম দুটোকে চিকিৎসকদের থেকেও আপন করে নিয়েছে।</p> <p>Psychopath (সাইকোপ্যাথ) শব্দের অর্থ Suffering Soul বা যন্ত্রণা ভোগ করা আত্মা। ১৮৮৮ সালে এ শব্দের প্রথম প্রয়োগ ঘটান জার্মান সাইকিয়াট্রিস্ট J.LA. Koch.</p> <p>সাইকো শব্দটি কখনো ব্যবহার করেনি, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বন্ধুদের আসরে অদ্ভুত ব্যবহার করা মেয়েটি সাইকো, পাগলাগারদে আটকে রাখা বন্ধ উন্মাদকে কেউ বলে সাইকো, নিজের সন্তান একগুঁয়ে জেদি হলে সো সাইকো, বাবা-মা তুমুল ঝগড়া করলে তারা দুজনেই সাইকো, কথায় কথায় রাগ দেখানো বা আত্মহত্যার হুমকি দেওয়া প্রেমিক-প্রেমিকাও সাইকো আবার পৃথিবী কাঁপানো ভয়ানক সিরিয়াল কিলার তো অবিসংবাদিতভাবে সবার কাছেই সাইকো।</p> <p>অবশ্য আপনারা যারা আগের অধ্যায়গুলো পড়ে এসেছেন তারা যাকে তাকে সাইকো অপবাদ দেবেন না, এতটুকু তো আমি আশা করতে পারি, কী বলুন? সবাইকে উন্মাদ আর পাগল ট্যাগও দেবেন না।</p> <p>একটা শব্দের এত বহুমুখী প্রয়োগ দেখে বিজ্ঞানী মহলে শঙ্কা জাগা স্বাভাবিক। অপরাধবিজ্ঞানী এবং চিকিৎসাবিজ্ঞানীরা ASPD-কে সাধারণভাবে প্রকাশ করেন এই সংজ্ঞা দ্বারা:</p> <p>যাদের অপর ব্যক্তির আবেগ, অধিকারের প্রতি ন্যূনতম পরোয়া নেই, নিজের কৃতকর্মের প্রতি সামান্য অনুশোচনা আছে বা ক্ষেত্রবিশেষে একদম নেই: প্যাথলজিক্যাল মিথ্যাবাদিতা, মানসিক শোষণ (গ্যাসলাইটিং), ইমোশনাল ব্ল‍্যাকমেইলিং, ম্যানিপুলেশন যাদের প্রধান বৈশিষ্ট্য তারাই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিজঅর্ডারে আক্রান্ত রোগী।</p> <p>সাইকোটিক ডিজঅর্ডারের সাথে যাতে একীভূত না হয়ে যায় তাই DSM-এ কেবল ASPD কেই রাখা হয়েছে। কিন্তু সকল পার্সোনালিটি ডিজঅর্ডারের চিকিৎসক এবং ফরেনসিক সাইকিয়াট্রিস্টরা ASPD-এর সুনির্দিষ্ট প্রকরণ হিসেবে 'সাইকোপ্যাথি'কে গণ্য করেন।</p> <p>একটা মানুষের মস্তিষ্কে যত রকম চিন্তার বসবাস, তাদের মধ্যেই তো দ্বন্দ্বের অভাব নেই। আপনারা ভাবলেন কী করে, বিজ্ঞানীদের মধ্যে এত সহজে ASPD-এর প্রকরণ নিয়ে মতানৈক্য ঘটে যাবে?</p> <p>সাইকোপ্যাথ শব্দের ব্যবহারে প্রথমে কয়েকটা বৈশিষ্ট্য মাথায় রাখে বিজ্ঞানীরা :</p> <ul> <li>ক্রমোসোমের অন্তর্গত জিনে অস্বাভাবিকতা। </li> <li>মস্তিষ্কের নির্দিষ্ট কয়েকটি অংশের অপরিণত গঠন।</li> <li>জন্মের পর থেকে যেকোনো সময়ে মস্তিষ্কের উক্ত অংশগুলোতে আঘাত পাওয়ার পর থেকে চারিত্রিক বৈশিষ্ট্যের অস্বাভাবিকতা।</li> <li>প্রচলিত আইন, নিয়মকানুনের বিন্দুমাত্র পরোয়া না করা। আইন ভঙ্গ করা।</li> <li>অত্যন্ত এবিউসিভ পরিবারে বেড়ে ওঠা। শৈশবের কোনো ভয়ংকর মানসিক নির্যাতনের ঘটনা বা দীর্ঘদিন গ্যাসলাইটের শিকার হওয়া।</li> <li>অসমসাহসিকতা, আগ্রাসন, কোনো কিছুকেই ভয় না পাওয়া।</li> <li>অনুশোচনার সম্পূর্ণ অভাব।</li> <li>সাধারণ মানুষের মাতো আবেগ-অনুভূতি না থাকা। ভালোবাসা, মায়া, বন্ধনের প্রতি নিস্পৃহতা।</li> <li>উচ্চ বুদ্ধিমত্তা।</li> <li>উচ্চ সাফল্যের হার এবং পরিকল্পিত উপায়ে ঠান্ডা মাথায় বিপজ্জনক কাজ করা।</li> </ul> <p>দীর্ঘদিনব্যাপী গবেষণার পর দেখা গেল উপরের যে বৈশিষ্ট্যগুলো বিজ্ঞানীরা সাইকোপ্যাথদের ট্রেইট হিসেবে বিবেচনা করছেন, সেখানে অনেক হিসেবই মিলছে না।</p> <p>ধরা যাক, মস্তিষ্কের বিশেষ অংশের গঠন পুরো সাইকোপ্যাথদের মতো এমন একজন ব্যক্তিকে খুঁজে পাওয়া গেল। কিন্তু সারাজীবনে সে কখনো আইন ভঙ্গ করেনি এবং বউ-বাচ্চা নিয়ে স্বাভাবিক জীবনযাপন করছে।</p> <p>আবার একজনকে খুঁজে পাওয়া গেল যার মস্তিষ্কের গঠন সাইকোপ্যাথদের মতো এবং সে প্রচণ্ড আগ্রাসী। অনেকবার আইন লঙ্ঘন করেছে। জেল খেটেছে। কিন্তু সে উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন নয় বরং IQ গড়পড়তারও অনেক নিচে।</p> <p>অদ্ভুতভাবে মস্তিষ্কের কোনো অংশেই অস্বাভাবিকতা নেই, অথচ সাইকোপ্যাথির সমস্ত ট্রেইট আছে- এমন কেসও দেখা গেল, যার খুব পরিচিত উদাহরণ হলো সিরিয়াল কিলার টেড বান্ডি।</p> <p>আগামী পর্বে সমাপ্য...</p> <p>লেখক: চিকিৎসক ও কথাসাহিত্যিক</p>