<p>শৈশবে, বৃষ্টির পানি মুখ বাড়িয়ে খাওয়ার চেষ্টা করেনি মানুষ খুব কম পাওয়া যাবে। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে, এখন বৃষ্টির পানি আর মোটেই নিরাপদ নয়। কারণ, বৃষ্টির পানিতে এখন প্রচুর পিএফএএস (পারফ্লুওরোঅ্যালকিল অ্যান্ড পলিফ্লুওরোঅ্যালকিল সাবস্ট্যান্সেস) কণা রয়েছে। </p> <p>গত ১২০ বছর ধরে পৃথিবীতে যে প্লাস্টিকের বর্জ্য জমা হয়েছে, সেই থেকেই এই ক্ষতিকর রাসায়নিক এসেছে। অগস্টের শুরুতে ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ পত্রিকায় প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, পৃথিবীতে পিএফএএস-এর মাত্রা মানুষের জন্য নিরাপদ সীমা ছাড়িয়ে গেছে। বর্তমানে এই ক্ষতিকর রাসায়নিক কণা শুধু ভূপৃষ্ঠ কিংবা সমুদ্রে নয়, বায়ুমণ্ডলেও পাওয়া যাচ্ছে।</p> <p>গবেষণাপত্র অনুযায়ী, চার ধরনের পিএফএএস পদার্থ পাওয়া যায় বৃষ্টির পানি, মাটি, ঝরণা, হ্রদ এবং মহাসমুদ্রে। এগুলো হলো: পিএফওএস, পিএফওএ, পিএফএইচএক্সএস, এবং পিএফএনএ। এর মধ্যে পিএফওএস এবং পিএফওএ বৃষ্টির পানিতে বেশি পাওয়া যাচ্ছে। যদিও বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পিএফএএস-র মাত্রা ভিন্ন ভিন্ন।</p> <p>এই ক্ষতিকর রাসায়নিক পদার্থ শরীরে প্রবেশ করলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা, কার্ডিওভাসকুলার সিস্টেম, প্রজনন ক্ষমতা, এবং শিশুদের বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি শিশুদের টিকার কার্যকারিতাও কমিয়ে দিতে পারে এই পদার্থ।</p> <p>বিশ্বের বিজ্ঞানীরা এখন এই ক্ষতিকর পদার্থের প্রভাব থেকে মানুষকে রক্ষা করার জন্য নানা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ততদিন পর্যন্ত, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং বৃষ্টির পানি সরাসরি পান করার অভ্যাস ত্যাগ করতে হবে।</p> <p>সূত্র: এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি<br />  </p>