<p>রুপালি-ধূসর বর্ণের একটি বিরল মৃত্তিকা ধাতু। প্লুটোনিয়ামের বিষক্রিয়া বেশ বিখ্যাত। খাবার বা শ্বাস-প্রশ্বাসের সাথে গ্রহণ করলে মৃত্যু নিশ্চিত। এর চেয়েও প্রাণঘাতী উপাদান আমাদের চারপাশেই আছে। তবে গণহারে বিষপ্রয়োগ করাটা প্লুটোনিয়াম দিয়ে সম্ভব না-ও হতে পারে। আবিষ্কারের পর থেকেই পারমাণবিক শক্তি ও নিউক্লিয়ার বোমার উপাদান হিসেবে ইউরেনিয়ামের প্রতিদ্বন্দ্বী হয়ে গিয়েছে। একসাথে বিশাল পরিমাণ প্লুটোনিয়াম পাওয়া কঠিন। তবুও ১৯৪৫ সালে জাপানের নাগাসাকিতে ফেলা বোমাটি আবার তৈরি করতে প্রায় ৮ কেজি (১৮ পাউন্ড) প্লুটোনিয়াম লাগবে। </p> <p>কিছু সূত্রে দাবি করা হয় প্রাকৃতিক উপাদানগুলোর ভেতর ইউরেনিয়াম সবচেয়ে ভারি। প্লুটোনিয়ামের মতো ইউরেনিয়ামোত্তর মৌলগুলি সব কৃত্রিম বলা হয় সেসব প্রতিবেদনে। সে যাহোক, প্লুটোনিয়াম প্রকৃতিতে পাওয়া যায়। এবং সোপারনোভা বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়। পৃথিবীতে এর পরিমাণ অনেক কম। পৃথিবীর অস্তিত্ব যদি ৪.৫ বিলিয়ন হয়, ততদিনে প্লুটোনিয়ামের অর্ধায়ু শেষ। এর অর্ধায়ু মাত্র ৮০ মিলিয়ন বছর। পৃথিবী সৃষ্টির আদি থেকে তেজস্ক্রিয় ক্ষয়ে এর পরিমাণ অতি নগন্যে এসে ঠেকেছে। প্লুটোনিয়াম-র একটি আইসোটোপ প্লুটোনিয়াম-২৩৮। সাধারণত আলফা রশ্মি বিচ্ছুরণ করে। মানবদেহের হার্টের পেসমেকার বসাতে এই আইসোটোপটি ব্যবহৃত হয়।</p> <p><strong>দশা</strong><br /> রাসায়নিক সংকেত: Pu<br /> পারমাণবিক সংখ্যা: ৯৪<br /> নামকরণ: বামন গ্রহ প্লুটোর নামে।</p> <p><strong>বিক্রিয়া</strong><br /> প্লুটোনিয়ামের ছয়টি অ্যালোট্রপ বা বহুরূপ আছে। যেগুলো তার ভৌত গঠনের ভিন্নতা প্রকাশ করে। পাঁচটি জারণ অবস্থা থাকায় রাসায়নিকভাবে বেশ সমৃদ্ধ মৌল এটি। এই রুপালি ধাতুটি কোবাল্ট এবং গ্যালিয়ামের সাথে ১৮.৫ কেলভিন (-২৫৪.৬৫°C) তাপমাত্রায় তুলনামূলক উচ্চ-তাপমাত্রাবিশিষ্ট সুপারকন্ডাক্টর তৈরি করতে ব্যবহার করা হয়। যদিও প্লুটোনিয়াম ক্ষয়ে যাওয়ার কারণে এর সুপারকন্ডাক্টিং অবস্থা ব্যাহত হয়।</p> <p><strong>সম্পর্কিত মৌল</strong><br /> ইউরেনিয়াম (U 92)</p> <p><strong>বিজ্ঞানী</strong><br /> <strong>এডউইন ম্যাকমিলান</strong><br /> ১৯০৭-১৯৯১<br /> যুক্তরাষ্ট্রন পদার্থবিদ। ইউরোনিয়ামোত্তর মৌলের প্রথম আবিষ্কারক (১৯৪০ সালে, নেপচুনিয়াম)। </p> <p><strong>গ্লেন থিওডোর সিবর্গ</strong><br /> ১৯১২-১৯৯৯<br /> যুক্তরাষ্ট্রন রসায়নবিদ। প্লুটোনিয়ামের আবিষ্কার করেন। ১৯৪০ সালে বার্কলে ক্যালিফোর্নিয়ায় অধ্যাপনাকালে।</p> <p><strong>বর্ণনা</strong><br /> ব্রায়ান ক্লেগ।</p> <p><br />  </p>