<p>এনট্রপি নিয়ে ঊনবিংশ শতাব্দীর বিজ্ঞানীরা মহা ঝামেলায় পড়ে যান। অনেকই ভাবতে শুরু করেন, এনট্রপি হয়তো শক্তির সংরক্ষণ নীতি লঙ্ঘন করেছে। কিন্তু এনট্রপির সমাধান বের করতে পারেননি কোনো বিজ্ঞানী। অস্ট্রিয়ান লুডভিক বোলজম্যান তো আত্মহত্যাই করে বসেন, এনট্রপির ব্যাপারটা মেনে নিতে না পেরে। বোলজম্যান যুক্তি খুঁজে পাচ্ছিলেন না, সব সময় এনট্রপি কেন বেড়েই চলে।</p> <p><a href="https://www.kalerkantho.com/online/science/2023/12/04/1342447"><span style="color:#2980b9;">আরও পড়ুন: একটি পলাতক তারা ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে পৃথিবীকে —কিভাবে?</span></a></p> <p>বোলজম্যান ছিলেন তাপগতিবিদ্যার প্রবাদ পুরুষ। তাপ কি তা নিয়েই বিজ্ঞানীরা হিমসিম খেয়েছেন বহুদিন। বরফকে উৎতপ্ত করলে কেন পানিতে পরিণত হয়। আবার পানিকে উতপ্ত করলে কেন পানির তাপমাত্রা বাড়ে? কিন্তু সেই ঊনবিংশ শতাব্দীতে পরমাণু ব্যাপারটাও বিজ্ঞানে প্রতিষ্ঠিত ছিল না। বরং দুইদল বিজ্ঞানী দুভাগে ভাগ হয়ে গিয়েছিল পরমাণু প্রশ্নে। বোলজম্যান অবশ্য পরমাণুবাদী ছিলেন। তিনি বিশ্বাস করতেন জগতের সকল বস্তুই পরমাণু দিয়ে তৈরি। পরমাণুবাদ দিয়েই প্রাকৃতিক ঘটনাগুলোর ব্যাখ্যা করার চেষ্টা করলেন। যেসব ঘটনার ব্যাখ্যা পাওয়া যাচ্ছিল না, তিনি ভাবলেন, সেগুলোও পরমাণুবাদের সাহায্যে ব্যাখ্যা করা যাবে। কিন্তু বেশিরভাগ বিজ্ঞানীই তাঁর কথা বিশ্বাস করতেন না। বরং বোলজম্যানের ঘোর বিরোধী ছিলেন তাঁরা। এমনকি বৈজ্ঞানিক সমাজ তাঁকে এক ঘরে করে রাখে। বোলজম্যান তাঁর নিজের কাজ করে গেলেন নিভৃতে। বস্তুকে উতপ্ত করলে বস্তুর তাপমাত্রা বাড়ে, এর পেছনে নিশ্চয়ই পরমাণুর খেলা আছে, ভাবতেন বোলজম্যান। আরও ভাবতেন, বস্তুতে যখন তাপ প্রয়োগ করা হয়, তখন বস্তুর ভেতরের পরমাণুগুলোর মধ্যে বিশৃঙ্খলতার সৃষ্টি হয়। সৃষ্টি হয় এনট্রপির।</p> <p><a href="https://www.kalerkantho.com/online/science/2023/12/01/1341496"><span style="color:#2980b9;">আরও পড়ুন: রুবিনের আঁকা এই ছবিতে ফুলদানি ছাড়াও আর কী দেখতে পাচ্ছেন?</span></a></p> <p>এনট্রপি যদি এত বেশিই হয় এবং বেড়েই চলে, তাহলে অতীতে কেন কম ছিল? এই প্রশ্নের জবাব দিনের পর দিন না পেয়ে তিনি বিষণ্ণতায় ভোগেন। ক্রমে ক্রমে মানসিক রোগীতে পরিণত হন। শেষমেশ আত্মহত্যা করে এই যন্ত্রণা থেকে মুক্তি খোঁজেন।<br /> সূত্র: ব্রিটানিকা</p>