<p>ইউনিভার্সিটি অব গোথেনবার্গের গবেষকরা এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও উত্তর ইউরোপের ১৩টি দেশ থেকে সংগৃহীত রিসাইকেল্ড বা পুনর্ব্যবহৃত প্লাস্টিকের প্লেট পরীক্ষা করেন। তাতে তাঁরা কীটনাশক এবং ফার্মাসিউটিক্যালসসহ শত শত বিষাক্ত রাসায়নিক উপাদান খুঁজে পান। তাই বিজ্ঞানীরা মনে করছেন যে রিসাইক্লিং পদ্ধতি পুরোপুরি উপযুক্ত নয় এবং টেকসই ও পরিবেশবান্ধব অর্থনীতিতে এটি ভূমিকা রাখতে পারবে না।</p> <p>বিজ্ঞানীরা যে প্লেটগুলো পর্যবেক্ষণ করেছিলেন, সেখানে ৪৯১টি ভিন্ন ভিন্ন জৈব যৌগ শনাক্ত করেছেন। সেগুলোর অধিকাংশই আমাদের জন্য ক্ষতিকর। তাই ইউনিভার্সিটি অব গোথেনবার্গের অধ্যাপক বেথানি কার্নি অ্যালমরোথের মতে, প্লাস্টিকের রিসাইক্লিং বা পুনর্ব্যবহারকে প্লাস্টিক দূষণের সমাধান মনে করা হলেও এর সঙ্গে থাকা বিষাক্ত যৌগগুলো পুনর্ব্যবহারের উদ্দেশ্যকে মাটি করে দেয়।</p> <p>প্লাস্টিকে ১৩ হাজারেরও বেশি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যার মধ্যে ২৫%-ই বিপজ্জনক পদার্থ হিসেবে পরিচিত। তাই বিজ্ঞানীরা বলেছেন, কোনো প্লাস্টিককে নিরাপদ হিসেবে বিবেচনা করা যায় না। এ কারণে গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়, আরহাস বিশ্ববিদ্যালয়, এক্সেটার বিশ্ববিদ্যালয় এবং আইপিইএনের কয়েকজন গবেষকের লিখিত একটি চিঠিতে বলা হয়েছে, প্লাস্টিকদূষণ সংকট মোকাবেলায় প্লাস্টিকের পুনর্ব্যবহারের আগে একে অবশ্যই বিপজ্জনক রাসায়নিক দ্রব্য থেকে মুক্ত করতে হবে।</p> <p>বিশ্ব প্রতিনিধি, বিজ্ঞানী এবং স্বাস্থ্য ও পরিবেশ বিশেষজ্ঞরা নভেম্বরে অনুষ্ঠিতব্য প্লাস্টিক ট্রিটি ইন্টারগভর্নমেন্টাল নেগোসিয়েশিং কমিটির অধিবেশনে কেনিয়ার নাইরোবিতে যাচ্ছেন। সেখানে গবেষক ও বিশেষজ্ঞরা বিশ্ব প্রতিনিধিদের সামনে এই গবেষণার সারমর্ম উপস্থাপন করতে চলেছেন। তারা বলবেন, যেসব প্লাস্টিক তৈরিতে বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় এবং প্লাস্টিক ব্যবহারের সময় এটি আরো অনেক রাসায়নিক উপাদানকেও শোষণ করে; তাই এমন কোনো প্লাস্টিক নেই, যা নিরাপদ বলে মনে করা যেতে পারে।</p> <p>এখন বিশ্বে প্লাস্টিকের ব্যবহার কোন দিকে হাঁটতে চলেছে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে এ মুহূর্তে সচেতনতার কোনো বিকল্প নেই। শরীর এবং পরিবেশ<span lang="DA" style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">―</span></span>দুটোকেই বাঁচাতে হলে যথাসম্ভব প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে এবং এসব নিয়ে সবার সঙ্গে আলোচনা করতে হবে। এখই সময় প্লাস্টিকের ব্যবহার কমিয়ে ফেলার!</p> <p><a href="https://www.sciencedaily.com/releases/2023/11/231110112511.htm"><span style="color:#2980b9;">সূত্র : Scientists found hundreds of toxic chemicals in recycled plastics</span></a><br />  </p>