<p>ঢাকার বুড়িগঙ্গা কিংবা গাজীপুরের লবণদহ —যে নদীর কথাই বলি না কেন, তা আজ বিপর্যস্ত। ভারী ধাতু, শিল্পবর্জ্য, কীটনাশক, সার, প্লাস্টিক ইত্যাদির সমারোহে এই জলাশয়গুলোতে গড়ে উঠেছে দূষকদের রাজ্য। এই বাংলার বুকে জালের মতো ছড়িয়ে থাকা নদীগুলোর অবস্থা এতটাই বীভৎস যে জলজ প্রাণী থেকে স্থলচর মানুষ —প্রত্যেকেই হচ্ছে ক্ষতিগ্রস্ত। কিন্তু কীভাবে ঘটছে এই দূষণ?</p> <p><a href="https://www.kalerkantho.com/online/science/2023/11/07/1333966"><span style="color:#2980b9;">আরও পড়ুন: চিনি খেতে মিষ্টি লাগে কেন?</span></a></p> <p>প্রশ্নটার উত্তর যদি দুই বাক্যে বলা যেতো, তাহলে হয়ত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যেতো। কিন্তু ব্যাপারটা আসলে বেশ সাংঘাতিক। প্রথমে নর্দমার কথাই বলতে হয়। শহরাঞ্চলে মানুষের বসবাস বাড়তে থাকায় নর্দমায় যুক্ত হওয়া আবর্জনার পরিমাণও বেড়ে চলেছে। দুটো ভুলের কারণে নর্দমার মাধ্যমে উন্মুক্ত হওয়া পানি দ্বারা নদীগুলো দূষিত হচ্ছে। প্রথমত, নর্দমায় ফেলার অনুপযোগী উপাদান বা বস্তু সেখানে ফেলা এবং দ্বিতীয়ত, দূষিত পানিকে পরিশোধন না করেই নদীতে উন্মুক্ত করা। একইভাবে অনেক সময় খাল-বিলও ক্ষতিগ্রস্ত হচ্ছে।</p> <p>এরপর শিল্পবর্জ্যের কথা বলতে হয়। বিভিন্ন নদীর আশেপাশে বড় বড় কারখানা গড়ে উঠেছে। এসব কারখানার উপজাত দ্রব্য অথবা নির্গত বিষাক্ত তরল ও ধাতব যৌগগুলো সরাসরি জলাশয়ে গিয়ে পড়ে। যদিও ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে এসব বর্জ্যের পরিশোধন করা যায়, কিন্তু কারখানাগুলোর অধিকাংশের সাথে এ ধরণের কোনো প্ল্যান্ট না থাকায় ক্রোমিয়াম, ক্যাডমিয়া, লেড এবং মার্কারির মতো ভারী ধাতুর আয়ন পানিতে মিশে পানিকে দূষিত করে।</p> <p><a href="https://www.kalerkantho.com/online/science/2023/11/06/1333668"><span style="color:#2980b9;">আরও পড়ুন: অন্য পাখিদের সুরক্ষা দেয়, নেয় বিনিময় মূল্যও —বলুন তো পাখিটার নাম কী?</span></a></p> <p>দূষিত পানি জলজ মাছদের দেহে রোগ সৃষ্টি করে। পরে এসব মাছ আমাদের শরীরের জন্য ক্ষতিকর হয়ে যায়। ঠিক এটিই হচ্ছে চট্টগ্রামের হালদা নদীতে। এটি বাংলাদেশের অন্যতম মৎস্য প্রজনন কেন্দ্র। কিন্তু ক্রমাগত শিল্পবর্জ্যের প্রভাবে এটি আজ ব্যাপক ক্ষতির সম্মুখীন। একইভাবে কর্ণফুলী, ভৈরব এবং বুড়িগঙ্গার মাছ এবং পানি দুটোই ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক সময় অত্যাধিক ফসফেট বা ফসফরাস যুক্ত পদার্থ পানিগুলোতে মিশে পানিতে শৈবাল জাতীয় জীবের বৃদ্ধি ঘটাচ্ছে। ফলে জলাশয়ে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হ্রাস পাচ্ছে এবং এর দরুণ জলজ প্রাণী মারা যাচ্ছে।</p> <p>পানি দূষণের আরও কারণ রয়েছে। যেমন পেট্রোল —এই পদার্থের মধ্যে টেট্রা ইথাইল লেড বা টেট্রা মিথাইল লেড মেশানো হয়। এখানেই বিপদ! এই তেলে যখন ইঞ্জিন চলে, তখন বাতাসে নির্গত গ্যাসের সাথে লেড কণাও ছড়িয়ে যায়। এরপর এই লেড বৃষ্টির সাথে মিশে নদী-সাগর অথবা খাল-পুকুরে পড়ে। এর ফলে খাদ্য শৃঙ্খল মারাত্মক রকম ক্ষতিগ্রস্ত হয়।</p> <p><a href="https://www.kalerkantho.com/online/science/2023/11/05/1333329"><span style="color:#2980b9;">আরও পড়ুন: অন্ধকারে বিড়ালের চোখ জ্বলে কেন?</span></a></p> <p>বৃষ্টির কথা যেহেতু এলোই, এসিড বৃষ্টির কথা তো বলতেই হয়। চট্টগ্রামের পতেঙ্গা কিন্তু এসিড বৃষ্টির একটি ‘ডেঞ্জার জোন’। কারণ যেই সার কারখানা, পেট্রোলিয়াম রিফাইনারি কারখানা, সিমেন্ট কারখানা ইত্যাদির কারণে এসিড বৃষ্টি হয়, তার সবই সেখানে আছে। এই বৃষ্টি জলাশয়ের পানিতে মিশে পানির গুণাগুণ এবং পিএইচ নিরপেক্ষতা নষ্ট করে। ফলে মাছের ডিম হ্যাচিং ও স্বাভাবিক বৃ্দ্ধি ব্যহত হয়।</p> <p><a href="https://www.kalerkantho.com/online/science/2023/11/02/1332509"><span style="color:#2980b9;">আরও পড়ুন: পেট্রলবোমার আগুন কেন পানিতে নেভে না?</span></a></p> <p>এতক্ষণ যে যে ক্ষতিগুলোর কথা বললাম, সেগুলো শুধু জলাশয় বা পরিবেশেই সীমাবদ্ধ নয়। মানুষের শরীরেরও বারোটা বাজাচ্ছে এই দূষণ। একদিকে যেমন খাদ্যের মাধ্যমে দেহে দূষিত উপাদান ঢুকছে, তেমনি অন্যদিকে দূষিত পানি ব্যবহার করেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে ক্যান্সার, কলেরা, চর্মরোগ, ডায়রিয়া ইত্যাদি হচ্ছে। দিন দিনে তা আরও ভয়ংকর হচ্ছে। আর এগুলোর সাথে মিলে মারমুখী আক্রমণ করছে প্রাকৃতিক বিষের রাজা ‘আর্সেনিক’। যশোর, মাদারিপুর, চাঁদপুর, মুন্সীগঞ্জ, চুয়াডাঙ্গা, নোয়াখালী ইত্যাদি জেলাং আর্সেনিক দূষণের মাত্রা ভয়াবহ ।</p> <p>মানুষের জীবননাশ, বাস্তুতন্ত্রের স্বাভাবিক ধারাপ্রবাহ বিনষ্ট হওয়া, প্রাণীবৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়া ইত্যাদির পেছনে একটি মুখ্য কারণ হলো পানি দূষণ, যা বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বিশাল সমস্যা। জনসচেতনতা, আইন প্রয়োগ এবং কার্যকরী পদক্ষেপের মাধ্যমে এখনি এই সমস্যাকে নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে অদূর ভবিষ্যতে এটিই হবে গণ হারে জনস্বাস্থ্যের বিপর্যয়ের মূল প্রভাবক।</p> <p>সূত্র:<br /> <span style="color:#2980b9;">১.</span><a href="https://www.sciencedirect.com/science/article/pii/S2773049222000046"><span style="color:#2980b9;"> Arsenic contamination in food chain in Bangladesh</span></a><br /> <a href="https://www.researchgate.net/figure/Arsenic-As-concentrations-in-groundwater-of-Bangladesh-showing-all-64-districts-under_fig1_235366676"><span style="color:#2980b9;">২. Arsenic (As) concentrations in groundwater of Bangladesh</span></a><br /> <a href="https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC7892934/"><span style="color:#2980b9;">৩. Urban river pollution in Bangladesh during last 40 years</span></a><br /> <a href="https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6684462/"><span style="color:#2980b9;">৪. Water pollution in Bangladesh and its impact on public health</span></a><br />  </p>