<p style="text-align:justify">মাসব্যাপী আয়োজিত অমর একুশে বইমেলায় ২০২৫-এ মাত্র ৬১ লাখ টাকার বই বিক্রি হয়েছে—এমন দাবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে দেখা গেছে। তথ্য সূত্র হিসেবে একাধিক গণমাধ্যমের নাম উল্লেখ করা হয়েছে এতে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাব বলছে, এ দাবিটি ভুয়া।</p> <p style="text-align:justify">তাদের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বইমেলায় শুধু বাংলা একাডেমি ৬১ লাখ টাকার বই বিক্রি করেছে। হিসাবটি সমগ্র বইমেলার নয়।</p> <p style="text-align:justify">সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে দাবি করা হয়, ‘আক্ষেপ নিয়ে পর্দা নামল বইমেলার। এবার মাত্র ৬১ লাখ টাকার বই বিক্রি। গত বছর প্রায় ৬০ কোটি টাকার বই বিক্রি হয়েছিল।’</p> <p style="text-align:justify">পোস্টের ক্যাপশনে লেখা, ‘বইমেলায় সর্বনিম্ন রেকর্ডসংখ্যক বই বিক্রি হয়েছে এ বছর। এবার বইমেলায় ২৭ দিনে ৬১ লাখ ৬৫ হাজার ৫৯৩ টাকার বই বিক্রি হয়েছে। ২০২৪ সালে অতিরিক্ত দুই দিনসহ আনুমানিক ৬০ কোটি, ২০২৩ সালে আনুমানিক ৪৭ কোটি, ২০২২ সালে সাড়ে ৫২ কোটি, ২০২১ সালে ৩ কোটি ১১ লাখ এবং ২০২০ সালে ৮২ কোটি টাকার বই বিক্রি হয়। বিগত কয়েক বছরের তুলনায় বিক্রি কমে যাওয়ার গ্রাফও দেখানো হয়, যেখানে ২০২৫ সালে মেলায় বিক্রির পরিমাণ কমে ৬১ লাখে দাঁড়িয়েছে।’</p> <p style="text-align:justify">তবে যাচাইয়ে দেখা যায়, ৬১ লাখ টাকার বই বিক্রি হয়েছে শুধু বাংলা একাডেমি থেকে। গত ২৮ ফেব্রুয়ারি মেলার সমাপনী অনুষ্ঠানে মেলার প্রতিবেদন তুলে ধরেন মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব সরকার আমিন। বাংলা একাডেমির বই বিক্রি কমেছে অর্ধেকের বেশি। বাংলা একাডেমি গত বছর মেলায় ১ কোটি ৩৬ লাখ টাকার বই বিক্রি করে, তার আগের বছর করে ১ কোটি ৩৩ লাখ টাকার। আর এবারের মেলায় (২৭ ফেব্রুয়ারি পর্যন্ত) বাংলা একাডেমি বই বিক্রি করে ৬১ লাখ ৬৫ হাজার ৫৯৩ টাকার।</p> <p style="text-align:justify">এ বিষয়ে বাংলা একাডেমির সংস্কৃতি, পত্রিকা ও মিলনায়তন বিভাগের পরিচালক এবং মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব ড. সরকার আমিনের সঙ্গে কথা বলে ডিসমিসল্যাব। তিনি জানান, ৬১ লাখ টাকা শুধুমাত্র বাংলা একাডেমির একটি স্টল থেকে বিক্রি হয়েছে। পুরো বইমেলার অন্যান্য স্টল মিলিয়ে বিক্রির পরিমাণ নিশ্চিতভাবেই আরো বেশি।</p> <p style="text-align:justify">সমগ্র বইমেলায় কত টাকার বই বিক্রি হয়েছে, সে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি রবিবার পর্যন্ত ছুটিতে আছি। কাজে ফিরে আমি বিষয়টি দেখব।’</p> <p style="text-align:justify">বইমেলার বিক্রি কমে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমি পত্রপত্রিকায় শুনেছি যে বিক্রি কমে গেছে এবং বলেছি যে বিক্রি কেন কমে গেল সেটা আমাদের খতিয়ে দেখা দরকার।’</p>