kalerkantho

রবিবার । ২১ জুলাই ২০১৯। ৬ শ্রাবণ ১৪২৬। ১৭ জিলকদ ১৪৪০

ফিলিস্তিনী ঔপন্যাসিক ইব্র্রাহিম নসুরুল্লাহ’র আইপিএএফ পুরস্কার লাভ

কালের কণ্ঠ অনলাইন   

২৫ এপ্রিল, ২০১৮ ২১:০৬ | পড়া যাবে ১ মিনিটেফিলিস্তিনী ঔপন্যাসিক ইব্র্রাহিম নসুরুল্লাহ’র আইপিএএফ পুরস্কার লাভ

দুঃসহ অমানবিকতার কাহিনী ‘দ্য সেকেন্ড ওয়ার অব দ্য ডগ’ উপন্যাসের জন্যে এ বছর ফিলিস্তিনী ঔপন্যাসিক ইব্র্রাহিম নসুরুল্লাহ পেলেন শীর্ষ আরব পুরস্কার ইন্টারন্যাশনাল প্রাইজ ফর আরব ফিকশন (আইপিএএফ)।
সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবারে এক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে নসুরুল্লাহকে এ পুরস্কার দেয়া হয়।
সন্ত্রাস ও সংঘর্ষময় নামবিহীন একটি দেশ ‘ফিলিস্তিনের’ নাগরিক ও সামাজিক জীবনের অমানবিকতার কাহিনী নিয়ে রচিত উপন্যাস ‘দ্য সেকেন্ড ওয়ার অব দ্য ডগ’।
নসুরুল্লাহ সংবাদ মাধ্যমকে তার প্রতিক্রিয়ায় বলেন, ‘বিশ্বের বড় বড় শক্তির ঔদ্ধত্বমূলক নিপীড়নের শিকার আমার প্রিয় জন্মভ’মি। এখানে শিশুদের হত্যা করা হচ্ছে, আমাদের দারিদ্র্যের দিকে ঠেলে দেয়া হচ্ছে, আরব বিশ্বের সম্পদ লুণ্ঠন করা হচ্ছে।’
১৯৫৪ সালে জর্ডানে ফিলিস্তানী বাবা-মায়ের ঘরে জন্ম নেয়া ইব্রাহিম ছিলেন সাংবাদিক। পরে ২০০৬ সালে পুরোপুরি লেখালেখিতে মন দেন।
পুরষ্কার হিসেবে ইব্রাহিম পাবেন ৫০ হাজার ইউএস ডলার এবং সেই সাথে তার উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করা হবে।

মন্তব্যসাতদিনের সেরা