kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

নতুন অ্যালবাম

১৬ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন অ্যালবাম

রবীন্দ্রনাথের গান নিয়ে রেজওয়ানা চৌধুরী বন্যার অ্যালবাম ‘গানের ঝরনাতলায়’। গান রয়েছে ১২টি—‘অগ্নিশিখা এসো এসো’, ‘আমার দোসর যে জন’, ‘বসন্ত তার গান লিখে যায়’, ‘চিনিলে না আমারে কি’, ‘চরণ ধরিতে দিয়ো গো আমারে’, ‘এই মৌমাছিদের ঘরছাড়া কে করেছে’, ‘গানের ঝরনাতলায় তুমি’, ‘মেঘের কোলে কোলে যায় রে চলে’, ‘পথ চেয়ে যে কেটে গেল’, ‘রাত্রি এসে যেখায় মেশে’, ‘তোমার কাছে এ বর মাগি’ এবং ‘তোমারই গেহে পালিছ স্নেহে’। সংগীতায়োজনে পুলক সরকার। প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন।

মন্তব্যসাতদিনের সেরা