kalerkantho

বুধবার । ২৬ জুন ২০১৯। ১২ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

বর্ষপূতি

‘সারফারোশ’-এর ২০ বছর

২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘সারফারোশ’-এর ২০ বছর

সারফারোশ

১৯৯৯ সালের ৩০ এপ্রিল মুক্তি পেয়েছিল ‘সারফারোশ’। মুক্তির পর ছবিটি দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন সমালোচকরা। তখনকার বাস্তবতায় প্রচলিত বাণিজ্যিক ছবির বাইরে অস্ত্র চোরাচালান, জঙ্গিবাদ নিয়ে এমন একটি ছবির ভাবনা ছিল বিরল। ‘সারফারোশ’ সময়ের চেয়ে এগিয়ে থাকা ছবি। এ জন্য মুক্তির দুই দশক পরও মানুষ এটি নিয়ে কথা বলছে। ছবির প্রধান তিন চরিত্রে ছিলেন আমির খান, সোনালি বেন্দ্রে ও নাসিরউদ্দিন শাহ। পরিচালক জন ম্যাথু মাথান। বিখ্যাত ‘গান্ধী’ ছবির সহকারী পরিচালক ছিলেন এই জন। বিশ্লেষকরা মনে করেন, পরিচালক ওই ছবি থেকেই শিখেছিলেন কিভাবে বাস্তবসম্মতভাবে গল্প বলতে হয়। ১৯৯২ সাল থেকে ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন পরিচালক। সাত বছর বিস্তারিত গবেষণার পরই ঠিক হয় চিত্রনাট্য। পাকিস্তানের সঙ্গে কারগিল যুদ্ধের সময় মুক্তি পাওয়া ‘সারফারোশ’ সমালোচক প্রশংসার সঙ্গে ব্যাবসায়িক সাফল্যও পেয়েছিল, জিতেছিল জাতীয় পুরস্কারও।

মন্তব্যসাতদিনের সেরা