kalerkantho

সোমবার । ২৪ জুন ২০১৯। ১০ আষাঢ় ১৪২৬। ২০ শাওয়াল ১৪৪০

অন্তর্জাল থেকে

২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅন্তর্জাল থেকে

অনিমেষ আইচ

১২ দিন বয়সে সে লাফ দিয়ে আমার খাটে উঠেছিল। তারপর ১২টা বছর এক বালিশে আমি আরেক বালিশে সে। কুকুর বলে হয়তো অনেকে আদিখ্যেতা ভাববেন, কিন্তু ‘ষণ্ডা’ ছিল আমার জীবনের অতি গুরুত্বপূর্ণ অংশ। আজ [সোমবার] ভোর ৪টা ৫ মিনিটে সে আমার কোলে প্রাণত্যাগ করল। ছবিতে যে ভঙ্গিতে আছে, এটা ছিল তার প্রিয় জায়গা। তার আত্মার শান্তি কামনা করি।

[প্রিয় কুকুরের মৃত্যুতে শোকাহত অনিমেষের পোস্ট]

 

হুমায়ুন সাধু

মায়া!

[বানর মা-শিশু ও মানুষ মা-শিশু—একে অপরকে দেখছে। আয়মান নাকিবের তোলা ছবি দিয়ে নির্মাতা-অভিনেতা সাধুর পোস্ট]

 

রণবীর সিং

কিংবদন্তির কাছ থেকে ‘হারিকেন’ হয়ে ওঠার টিপস।

[১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জেতা দল নিয়ে ছবি ‘৮৩’। শুটিংয়ের আগে কপিল দেবের সঙ্গে তোলা ছবি দিয়ে অভিনেতার টুইট]

 

সালমান খান

‘দাবাং ৩’ ছবির শুটিংয়ের প্রথম দিন। সেই চেনা স্টাইল, কলারে ঝোলানো সানগ্লাসে।

[‘দাবাং’-এর তৃতীয় কিস্তির পরিচালক প্রভু দেবার সামনে দাঁড়ানো নায়ক সালমান। ছবিটি টুইটারে দিয়ে অভিনেতার টুইট]

মন্তব্য