kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

রোহিঙ্গাদের নিজ দেশে আশ্রয় দিতে চায় অধিকাংশ কানাডিয়ান : জরিপ

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জুন, ২০১৮ ১৩:০৭ | পড়া যাবে ১ মিনিটেরোহিঙ্গাদের নিজ দেশে আশ্রয় দিতে চায় অধিকাংশ কানাডিয়ান : জরিপ

ছবি অনলাইন

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের কানাডায় আশ্রয় দিতে চায় দেশটির জনগণ। সম্প্রতি এক জনমত জরিপে দেখা গেছে প্রতি ১০ জনের মধ্যে ৬ জনেরও বেশি কানাডিয়ান তাদের কানাডায় আশ্রয় দেওয়ার পক্ষে রয়েছে।

সম্প্রতি ন্যানোস রিসার্চ নামে একটি গবেষণা প্রতিষ্ঠান কানাডিয়ানদের মধ্যে জরিপটি পরিচালনা করে। এতে দেখা যায়, ৬২ শতাংশ কানাডীয় বলেছেন, কানাডায় রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে আশ্রয় দেয়া হলে তারা বিষয়টি স্বাগত জানাবেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, কানাডিয়ান নারীদের মধ্যে রোহিঙ্গাদের জন্য সহানুভূতি সর্বাধিক। এছাড়া দেশের অন্যান্য অংশের তুলনায় কুইবেকের বাসিন্দারা রোহিঙ্গাদের আশ্রয় দিতে সবচেয়ে আগ্রহী।

কানাডীয় টিভি চ্যানেল সিটিভির পক্ষ থেকে গবেষণা প্রতিষ্ঠান ‘ন্যানোস রিসার্চ’কে এ জরিপের দায়িত্ব দেওয়া হয়।

মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানে খুন-ধর্ষণসহ নানা অপরাধের কারণে বাংলাদেশসহ নানা দেশে পালিয়ে গেছে অসংখ্য রোহিঙ্গা। বাংলাদেশে বর্তমানে প্রায় ১১ লাখ রোহিঙ্গা অবস্থান করছে।

মন্তব্যসাতদিনের সেরা