জসীমুদ্দিন মাসুম
মাঠঘাট চৌকাঠ ভিজে যায়-
জলের শ্রোত বয় বাবলায়, হিজলে।
এত ঘোর বরষায় তুমি কী পারবে বাঁচাতে
বুকের ভিতর জলো যাতায়াত?
পারবে রুখতে বলো
হৃদয়ান্তপুর, গহীন ধারাপাত!
এখানে সেখানে ভাসে স্মৃতি,
এখানে সেখানে সমাজ, রীতি!
পারবে দিতে বাঁধ,
যেখানে তাহার অবাধ যাতায়াত!
শিরায় ভাসে শুদ্ধ আদর-
বিনির্মিত পুরুষের গন্ধ, চাঁদর-
ঘুমের দেশের চিতল-পারা চোখ,
পারবে রুখতে তার চিরচেনা, আপন-
অনির্বাণ চোখের জীবন!
চারিধারে মেঘ, অচেনা আবেগ
ঘন বন মেতেছে আরাধনায়-
মনের বিভাগ, হারানো সোহাগ;
সব জেগে আছে-
শরীর অবিকল কথা বলে গেছে
যেন সে কোন আরাধ্য পুরুষ-
যেন সে তোমার মনের মানুষ।
যাকে ছাড়া আজ মন বলে গেছে
এই পৃথিবীর সবকিছু মিছে!
বিজ্ঞাপন