kalerkantho

শনিবার ।  ২৮ মে ২০২২ । ১৪ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৬ শাওয়াল ১৪৪

বঙ্গবন্ধুকে জানো

নাছিমা বেগম

২৪ মার্চ, ২০২২ ১৭:১৭ | পড়া যাবে ৩ মিনিটেবঙ্গবন্ধুকে জানো

নতুন প্রজন্ম আজ শোনো
বঙ্গবন্ধুর কথা শোনো
রক্তঝরা স্বাধীনতার কাহিনী
কতটুকু তোমরা জানো?
খুলে দেখো ইতিহাসের পাতা
স্বাধীনতার মহানায়কের জীবন গাঁথা
সত্যটাকে সামনে আনো
মনে প্রাণে সত্য মানো।

নতুন প্রজন্ম আজ শোনো 
টুঙ্গী পাড়ার ছোট্ট খোকার 
সাহসের কথা শোনো 
শৈশবেই মুজিব সাহসী ছিলেন 
ন্যায্য দাবি জানাতে 
নিজের জিনিস বিলিয়ে দিতেন 
অসহায়ের পাশে দাঁড়াতে।  
নতুন প্রজন্ম আজ শোনো 
মানবপ্রেমী মুজিবুরের কথা শোন
মুজিবের আদর্শে নতুন প্রজন্ম 
নতুন স্বপ্ন বোনো।

নতুন প্রজন্ম আজ শোনো 
প্রতিবাদী মজিবুরের কথা শোনো
উর্দু ভাষা মানবো নাতো
বাংলার কথা কয় 
প্রতিবাদের তুফান তোলে 
মুজিব আটক হয় 
সাহসী মুজিব অটল তাতে
নয় ভীত সে নয় 
কারাগারের অন্ধকারে 
মুজিব অনশনে রয়।

বিজ্ঞাপন

 

নতুন প্রজন্ম আজ শোনো 
সংগ্রামী মজিবুরের কথা শোনো
ঐতিহাসিক ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ 
টালমাটাল করলো সেদিন স্বৈরাচারের শাসন
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম 
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। "
গর্জে ওঠে নারী-পুরুষ সবাই মিলে লড়ে 
মুজিবের ডাকে সবাই জাগে 
কেউ থাকে না ঘরে
পরাধীনতার শৃংখল ভাঙ্গে 
মুক্তিযুদ্ধ করে 
সবাই মিলে বঙ্গবন্ধুর স্বাধীন বাংলা গড়ে।

নতুন প্রজন্ম আজ শোনো 
বিজয়ী মজিবুরের কথা শোনো
ফাঁসির মঞ্চ তৈরি জেনেও মুজিব নির্ভয় 
বিশ্ব-সভার সবাই দেখে মুজিবের বিজয়
জয় বাংলা, জয় মুজিবুর, অজর-অক্ষয়
বাংলা আর বাঙ্গালীর অহংকারের জয়।  
সবার মুখে হাসি ফোটাতে, সোনার বাংলা চাই
স্বাধীন দেশের, স্বাধীন মুজিব, প্রত্যয় একটাই।  

নতুন প্রজন্ম আজ শোনো, বেদনার কথা শোনো 
জাতির কপালে কলঙ্ক-তিলকের কথা শোনো 
পঁচাত্তরের পনেরো আগস্ট, কাল রাত্রি আর ভোর 
ইতিহাসের ঘৃণ্যতম হত্যা, কাটেনা আজও ঘোর।
নতুন প্রজন্ম আজ শোনো
মহানায়কের ত্যাগের মহিমা'র কতটুকু তোমরা জানো
'কারাগারের রোজনামচা', 'অসমাপ্ত আত্মজীবনী' 
লেখা আছে তাতে জেল-জুলুমের কতশত কাহিনী 
সারাবাংলাকে এতিম করার ইতিহাস সবাই পড়ো  
হৃদয় মাঝে সত্যটাকে সবাই লালন করো।

নতুন প্রজন্ম আজ শোনো, নিজ-অন্তরের কথা শোনো
দেশকে সবাই ভালবেসে কান পেতে আজ শোনো
এসো, শত-সহস্র-কোটি কন্ঠে উচ্চকিত স্বরে বলি 
আমরা মুজিবের সৈনিক, তাঁর আদর্শে পথ চলি
মহানায়কের ইতিহাস আবার নতুন করে পড়ি
জাতির পিতার কতশত ত্যাগ, শ্রদ্ধায় স্মরণ করি
তাঁর যত স্বপ্ন, পূরণের তরে একসাথে আজ লড়ি
বঙ্গবন্ধুর সোনার বাংলা সবাই মিলে গড়ি।সাতদিনের সেরা