kalerkantho

শুক্রবার । ৭ অক্টোবর ২০২২ । ২২ আশ্বিন ১৪২৯ ।  ১০ রবিউল আউয়াল ১৪৪৪

মানুষের মনের কালো

রেজা সেলিম   

১৫ সেপ্টেম্বর, ২০২১ ২১:২৫ | পড়া যাবে ১ মিনিটেমানুষের মনের কালো

মানুষের মনের কালো মরণ মাটির মলিনের বেশ
গাত্র-সাঁটা কুহেলী চরম
সে হয় সুন্দরের বিপরীত আকাশ
না বোঝা অধম পাত্র, বিধাতার ভুল সৃষ্টি।
হতাশারাও কাঁদে, ভেবে পায় না উপায়ের নীলকান্ত।

সে কী না ধর্মের আলো দেখে তার ময়লা-মলিন চোখে;
হারে অধম! এই অধমের চোখে কি আর মানবের কল্যাণ হয়?

কবরের ঘাস ভেঙে এরা নিজেকে ছোট করে, মাথা তুলে
দাঁড়াবার সাহস এইসব ঘৃণিত সৃষ্টির নাই;
ধর্মের নামে এরা কুলকুচা করে, করে মলিনের সাথে
বসবাস; এদের ধর্মের গতি কি?
নাই; এরা পরের ক্ষতির আনন্দে বিমোহিত।

বিজ্ঞাপনসাতদিনের সেরা