kalerkantho

সোমবার । ৩ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৭ মে ২০২১। ০৪ শাওয়াল ১৪৪

রানা প্লাজা

রাহনুমা খান-কোয়েল   

২৬ এপ্রিল, ২০২১ ২২:০৭ | পড়া যাবে ২ মিনিটেরানা প্লাজা

রাহনুমা খান-কোয়েল

বুধবারের এক ব্যস্ত সকাল, দিনটি ছিল ২৪ এপ্রিল ২০১৩ সাল-
ব্যস্ত ত্রস্ত শ্রমিকের পদশব্দে জেগে ওঠে এই শহর;
পত্রিকাওয়ালার সাইকেলের টুংটাং, মোড়ের হোটেলে চা বানানোর তোড়জোড়;
বাস-কন্ডাক্টরের চিৎকার আর ফেরিওয়ালার হাঁকডাকে আড়মোড়া ভাঙে আম-জনতা;
শুরু হয় অন্য যে কোনো একটি দিনের মতো খেটে খাওয়া মানুষের জীবনযুদ্ধ;
দিনটি ছিল ২৪ এপ্রিল ২০১৩ সাল ।।

মিল-ফ্যাক্টরির সাইরেন, এসেম্বলি লাইনে শুরু হয় শ্রমের দৈনন্দিন গল্প;
ঘাম আর মেশিনের ভয়াল শব্দে হারিয়ে যায় স্বাস্থ্যহীন কর্মীর হাসির ছন্দ;
ফাটল-ধরা দেয়ালের ভেতর থেকে ক্রমশ উচ্চারিত হতে থাকে সুতীব্র যান্ত্রিকতা;
অসংখ্য ভারী মেশিনের নিরন্তর ওঠানামায় ফাটলের চিড় হয় আরো গভীর;
কাঠামোর গভীরে ধরে ভাঙন, নেমে আসে মৃত্যুর থাবায় মোড়া ঘোর-অমানিসা;
দিনটি ছিল ২৪ এপ্রিল ২০১৩ সাল ।।

অতর্কিত তাণ্ডবে ভয়ার্ত চারপাশ, মুহূর্তে প্রাণপূর্ণতা পরিণত হয় মৃত্যুপুরীতে;
ইট-পাথরের গণ্ডির ভেতর চাপা পড়ে হাজারো কর্মঠ হাত, হাজারো মানুষ, হাজারো স্বপ্ন;
মৃত্যুর বীভৎস খেলার অসহ্য রূপে স্তব্ধ হয় গোটা শহর;
হাজারো লাশের সাথে কংক্রিটের নিচে চাপা পড়া হাজারো স্বপ্নের হত্যা দেখে শহরবাসী;
মা হারায় সন্তান, স্বামী হারায় স্ত্রী, বোন হারায় ভাই আর শহর হারায় তার ব্যস্ততা;
দিনটি ছিল ২৪ এপ্রিল ২০১৩ সাল ।।
প্রিয়জনের আহাজারি আর বাতাসে লাশের গন্ধ শহরময়;
কংক্রিটের নিচে অহর্নিশ ভেসে আসে বাঁচার তীব্র আর্তনাদ;
ভেঙে পড়া দালানের সামনে হাঁটু গেড়ে বসে থাকে হেরে যাওয়া শহর;
ধ্বংসস্তূপের ভেতর গুমড়ে কাঁদে কারো পায়ের নূপুরের ধ্বনি;
মৃত্যুর দীর্ঘ তালিকার সামনে হতোদ্যম আপনজনের ভয়ার্ত দৃষ্টি;
দিনটি ছিল ২৪ এপ্রিল ২০১৩ সাল ।।

জীবনের দাম সেদিন টাকায় বিকোয়;
শোকের মূল্য সেদিন পরিশোধিত হয় আর্থিক সহায়তায়;
খুনি এ শহর তার রক্তাক্ত হাত লুকায় অপার ধৃষ্টতায়;
ভেঙে পড়া দালানের নিচে মরে পড়ে থাকে আমাদের সভ্যতা;
কংক্রিটের স্তূপের থেকে উঠে আসে মৃতদেহের মতো আমাদের ব্যর্থতা ।।
দিনটি ছিল ২৪ এপ্রিল ২০১৩ সাল ।।সাতদিনের সেরা