kalerkantho

শনিবার । ২৯ জ্যৈষ্ঠ ১৪২৮। ১২ জুন ২০২১। ৩০ শাওয়াল ১৪৪২

বড্ড বেশি ভালোবাসি তোকে!

সাব্বির খান   

২৫ মার্চ, ২০২১ ২১:৩৯ | পড়া যাবে ১ মিনিটেবড্ড বেশি ভালোবাসি তোকে!

দেড় হাত বাঁশি,
ছড়ানো এলোমেলো সরু ছিদ্রগুলো,
দমের কালিতে নির্গত রক্তের শ্বাস,
আঙুলের অবোধ-অস্থির বিচরণ,
প্রান্তিক সুর ভাসে মহাকাল জুড়ে!

শিবের আলয়ে নষ্ট প্রেম,
খিলআঁটা দরজায় জোড়া বাঁধে
বসনহীন আকড়ে ধরা মোমের ছায়া!
চুম্বনের প্লাবন বয় প্রতিবিম্বে,
ঠোঁটের উপরে জোড়া ঠোঁট
জগদ্দল পাথরের মতো চেপে বসা,
নীলাম্বরী মোমের আলোতে গলে!

অগোছালো ধোঁয়ায়,
দেহের কোণাগুলো চন্দনে সুবাসিত হয়!
বাঁশিতে মাতাল বিরহ ঝরে- শিব আর রঞ্জনীর।
অস্থির আঙুলের লয়ে বলে, ‘ভালোবাসি’-
বড্ড বেশি ভালোবাসি তোকে-‘নীলাম্বরী’!সাতদিনের সেরা