অঙ্কন : মাহবুবুল হক
বঙ্গবন্ধু, হে শ্রেষ্ঠ বীর
কোথায় তুমি নেই
জাতির পিতা হয়ে কোটি বাঙালির
হৃদয়ে তুমি যে সেই।
তোমার ওই বজ্রকণ্ঠ শুনে
নেমে এসেছিল লাখো জনতার ঢল
দৃঢ় প্রতিজ্ঞায় শপথ নিলেও
তুমিই ছিলে সেই শক্তি ও বল।
অস্ত্রহীন বাঙালিকে দেখিয়েছিলে যেমন
মনের শক্তি চির অভয়
প্রতিজ্ঞা ছিল প্রাণের বিনিময়ে
ছিনিয়ে আনবোই জয়।
আছ তুমি মিশে সবুজে ঘেরা
ঘাসফুল আর ঘাসে
আছ তুমি মিশে রক্তিম সূর্য
লাল ওই আকাশে।
আছ তুমি মিশে লক্ষ শহীদের
মায়ের অশ্রুতে
আছ তুমি মিশে কোটি বাঙালির
রক্ত কণিকাতে
আছ তুমি মিশে শ্রমিক-জনতার
ঘাম ঝরা মেহনতে।
আছ তুমি মিশে বীর সেনাদের
নির্ঘুম চেতনাতে
আছ তুমি মিশে মুক্তিযোদ্ধাদের
সেই ছিন্ন অঙ্গেতে।
বীরঙ্গনার হাহাকার শুনে
কেঁপে উঠেছিল যেমন তোমার বুক
তোমার গর্জনে শোষিত বাঙালির
মুক্তির অনাবিল সুখ।
এই বাঙালি আর সোনার বাংলা
আজি বহিবে সমান্তরাল
কোটি বাঙালির এ মহান নেতা
রবে অনন্তকাল।
বায়ান্নতে যেমন কেড়ে নিয়েছিল
আমার মায়ের ভাষা
উর্দুকে পরাভূত করে বলছি আমরা
বাংলাতেই কথা।
একাত্তরের দামাল ছেলেরা
কেড়ে নিয়েছিল যে স্বাধীনতা
হায়নাকে পরাজিত করে
উড়িয়েছি তাই লাল সবুজের পতাকা।
রক্তের দামে ছিনিয়ে নিয়েছি যে স্বাধীনতাকে
বাংলা আমার বাংলা তোমার
ভালোবাসি সেই বাংলাকে।
মন্তব্য